মালিকানাধীন ৩ ব্যাংক
এস আলমের মালিকানাধীন ৩ ব্যাংকের চাকরিচ্যুতদের সড়ক অবরোধ
এস আলমের মালিকানাধীন তিনটি ব্যাংক থেকে চাকরিচ্যুত ১ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
রবিবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে নগরীর আমানত সেতু-সংলগ্ন মইজ্জারট এলাকায় বিক্ষোভ করেন কর্মকর্তা-কর্মচারীরা।
চাকরিতে পুনর্বহাল করার দাবিতে এই বিক্ষোভ করেন তারা। বিক্ষোভ চলাকালে চট্টগ্রাম-কক্সবাজার সড়ক বন্ধ হয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পরে সাধারণ মানুষ। অনেককে হেটে গন্তব্যে যেতে দেখা যায়।
পরে সেনাবাহিনী ও পুলিশের চেষ্টায় ১ ঘণ্টা পর অবরোধের তুলে নেন তারা।
আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এস আলম গ্রুপের হুঁশিয়ারি
বিক্ষোভকারীদের দাবি, অনলাইনে আবেদন করে সঠিক নিয়োগ প্রক্রিয়ায় তাদের চাকরি হয়েছে। এখন নিয়োগ প্রক্রিয়ার প্রশ্ন তুলে চাকরিচ্যুত করা হয়েছে। এই ‘অন্যায়ের’ প্রতিবাদ জানিয়ে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করা হচ্ছে। এছাড়া ডিসি ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
তবে দাবি না মানলে আরও বড় কর্মসূচি দেওয়া হবে বলেও জানান আন্দোলনকারীরা।
৪ সপ্তাহ আগে