বগুড়া সরকারি আজিজুল হক কলেজ
কলেজে কনসার্ট চলাকালে ছুরিকাঘাতে যুবক নিহত
বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কনসার্ট চলাকালে ক্যাম্পাসের বাইরে ছুরিকাঘাতে মেহেদী হাসান নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে আজিজুল হক কলেজ ক্যাম্পাসের পাশে সেউজগাড়ী এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত মেহেদী হাসান (২৬) শহরের মালগ্রাম চাপড়পাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় থাই গ্লাসের মিস্ত্রি ছিলেন।
আরও পড়ুন: বান্দরবানে সেনা অভিযানে ৩ কেএনএফ সদস্য নিহত
কলেজ সূত্রে জানা যায়, কলেজের পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে ক্যাম্পাসের খেলার মাঠে কনসার্টের আয়োজন করেন শিক্ষার্থীরা। এ উপলক্ষে কলেজ এলাকায় অনেক তরুণ-তরুণীর সমাগম হয়। এরইমধ্যে কলেজের প্রধান গেটের সামনে একদল যুবক মেহেদীকে ছুরিকাঘাত করলে তার মৃত্যু হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মাইনুদ্দিন বলেন, ‘ছুরিকাঘাতের পর ওই যুবককে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
এদিকে কনসার্ট উপভোগ করতে বগুড়া ও আশপাশের জেলার বিভিন্ন এলাকা থেকে বিকেল থেকে বিপুল সংখ্যক তরুণ-তরুণী ক্যাম্পাস ছেড়ে কলেজের সামনের সড়কে অবস্থান নেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
৩ সপ্তাহ আগে