হাসপাতাল ও কলেজে ভাঙচুর
‘ভুল চিকিৎসায়’ শিক্ষার্থীর মৃত্যু, হাসপাতাল ও কলেজে ভাঙচুর
ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে রাজধানীর পুরান ঢাকার বকশীবাজারে অবস্থিত ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুর চালিয়েছে বিভিন্ন কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পাশাপাশি কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজেও ভাঙচুর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে রবিবার দুপুর ১টার দিকে হাসপাতালের সামনে কলেজটির শিক্ষার্থীসহ বহিরাগতরা লাঠিসোটা নিয়ে জড়ো হয়। এ সময় তারা স্লোগান দিয়ে হাসপাতালের নামফলকসহ গেট ভাঙচুর করে।
সরকারি সোহরাওয়ার্দী কলেজের কয়েকজন ছাত্র বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বাধা দিতে গেলে তারা সোহরাওয়ার্দী কলেজের অফিস কক্ষ ও কলেজ প্রাঙ্গণে একটি প্রাইভেটকারে ভাঙচুর চালায়। তারা কবি নজরুল ইসলাম কলেজও ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সেনা সদস্যদের গেটের ভেতরে থাকা বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করতে দেখা যায়।
আরও পড়ুন: ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
বিক্ষোভের কারণে বকশীবাজার-সংলগ্ন এলাকায় যানজট সৃষ্টি হলে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের হাতে বেশ কয়েকজন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া রিপোর্টার জাকির হোসেন হয়রানির শিকার হন বলে অভিযোগ করেছেন। এ সময় তার ফোন কেড়ে নেওয়া হয় এবং মাইক্রোফোন ভেঙে ফেলা হয়।
এছাড়া, দৈনিক কালবেলার মাল্টিমিডিয়া রিপোর্টার আমান নবী, দৈনিক আমাদের বার্তার প্রতিনিধি আসাদুল ইসলাম ও বাংলাদেশের খবর পত্রিকার প্রতিনিধি জান্নাতুন নাঈমের মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। পরে ঘটনার ভিডিও ও ছবি মুছে ফেলে ফোনগুলো ফেরত দেওয়া হয়।
আরও পড়ুন: যশোরে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, স্বাস্থ্য বিভাগের তদন্ত শুরু
৩৯ মিনিট আগে