খালেদার উপদেষ্টা আমিনুলের
দুর্নীতিবাজদের ভোট না দেওয়ার অনুরোধ খালেদার উপদেষ্টা আমিনুলের
আগামী নির্বাচনে দুর্নীতিবাজ-চাঁদাবাজদের ভোট দেওয়া থেকে বিরত থাকতে অনুরোধ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এ কে এম আমিনুল হক।
তিনি বলেন, ‘দুর্নীতিবাজ-চাঁদাবাজরা মানুষকে কষ্ট দেয়, তাদের আপনারা পরিহার করুন। তাদের থেকে আপনারা দূরে থাকুন, এটি আমার অনুরোধ। যারা সৎ ও চরিত্রবান, দেশের মঙ্গল এবং মানুষের জন্য চিন্তা করবে, তাদেরই আপনারা ভোট দিয়ে নির্বাচিত করবেন।’
শনিবার রাতে শেরপুরের শ্রীবরদী উপজেলার হালগড়া এলাকার মৌলভীবাড়ি প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় এ অনুরোধ জানান তিনি।
আমিনুল হক বলেন, ১৬ বছরের স্বৈরশাসনের নিপীড়নের শিকার হয়ে দেশের মানুষ আজ দিশেহারা। মানুষের বাক স্বাধীনতা ছিল না। মানুষ নানা রকমের হয়রানির শিকার হয়ে দুর্বিষহ কষ্টের মধ্য দিয়ে দিনাতিপাত করেছে। তিনি বলেন, অনেকেই হামলা ও মামলার শিকার হয়ে পালিয়ে বেড়িয়েছেন।
তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা দেশকে ভালোর দিকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ চেষ্টা চালিয়ে যাব।
মো. জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় গ্রামের নানা শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।
১ মাস আগে