ইসকন নেতা
ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী গ্রেপ্তার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা মহানগর পুলিশের (ডিবি-উত্তর) যুগ্ম কমিশনার রবিউল ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৫ নভেম্বর) বিকালে বিমানবন্দরের সামনে থেকে ডিবির একটি দল তাকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: মুন্সিগঞ্জে রোগীর মৃত্যু, নার্স ও ওয়ার্ডবয়দের মারধর
চট্টগ্রাম কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় চিন্ময়কে গ্রেপ্তার করা হয়। তাকে চট্টগ্রামে পাঠানো হয়েছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা। গ্রেপ্তারের সময় ইসকন নেতা চট্টগ্রাম যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।
১৪৪ দিন আগে