শিল্প জগত
কোন নাটকের মাধ্যমে নির্দেশনায় ইতি টানছেন অঞ্জন দত্ত
শিল্প জগতে পা রেখেছিলেন অভিনেতা হতে। তবে কপালের রেখা খানিকটা পাল্টে দিয়েছেন ভাগ্যদেবতা। অভিনেতা তিনি হয়েছেন, তবে তার চেয়ে বেশি হয়েছেন সংগীতশিল্পী তারপরও দাপিয়ে বেড়িয়েছেন সিনেমা ও মঞ্চ নাটকের জগতে। তিনি ভারতীয় অভিনেতা, নির্দেশক, পরিচালক ও সংগীতশিল্পী অঞ্জন দত্ত।
কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন, তিনি আর একটি নাটকে নির্দেশনা দেবেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা হতে থাকে ইন্ডাস্ট্রিতে।
জীবনের শেষ নাটকের জন্য অঞ্জন উইলিয়াম শেক্সপিয়রের শরণাপন্ন হয়েছেন। ব্রিটিশ নাট্যকারের ‘কিং লিয়র’কে সমকালীন প্রেক্ষাপটে পুনর্নির্মাণ করেছেন অঞ্জন। নাম দিয়েছেন ‘আরও একটা লিয়র’।
কিং লিয়রের প্রযোজনা করছেন তিনি নিজেই। নাটকে অন্ধকার একটি জগৎকে তুলে ধরেছেন তিনি।
কিং লিয়রের মেয়েদের চরিত্রে রয়েছেন যথাক্রমে সুদীপা বসু, কমলিকা বন্দ্যোপাধ্যায় ও পর্ণা বন্দ্যোপাধ্যায়। গ্লস্টারের চরিত্রে লোকনাথ দে এবং কেন্টের চরিত্রে সুপ্রভাত দাস। এডমন্ডের চরিত্রে রয়েছেন শুভ্রসৌরভ দাস।
অঞ্জন শুরু থেকেই থিয়েটারে অভিনয়ের ক্ষেত্রে শরীরী ভাষা এবং বয়স অনুযায়ী চরিত্র নির্বাচনকে গুরুত্ব দিয়েছেন।
৭১ বছর বয়সি অভিনেতা জানান, এরপর তিনি আর নাটকে অভিনয় করতে পারবেন না।
ভারতীয় গণমাধ্যমকে অঞ্জন বলেন, ‘এক সময় বাদল সরকার আমাকে তৈরি করেছিলেন। গ্যালিলিও যখন করেছি, তখন আমি মধ্য-পঞ্চাশে। কিন্তু এ বার রিহার্সাল করতে গিয়ে বুঝেছি, এরপর আর মঞ্চে অভিনয় করতে পারব না।’
কিন্তু শেষ নাটক হিসেবে ‘কিং লিয়র’কেই বেছে নেওয়া প্রসঙ্গে অঞ্জন বলেন, ‘ব্রেখ্ট ও রবীন্দ্রনাথের নাটক করেছি। কিন্তু, এখনও পর্যন্ত শেক্সপিয়র করিনি। আর কিং লিয়রের কোনো বিকল্প নেই।’
এ নাটকে নামভূমিকায় অভিনয় করেছেন অঞ্জন দত্ত।
বাঙালি নাট্যপ্রেমীদের কাছে কিং লিয়র হিসেবে এখনও সৌমিত্র চট্টোপাধ্যায়ের অভিনয় উজ্জ্বল। সেখানে কোনো রকম তুলনায় যেতে রাজি নন এ নির্দেশক ও অভিনেতা।
তিনি বলেন, ‘আগেই বলেছি, আমার নাটকটাই আলাদা। আমার লিয়র তো বদ্ধ উন্মাদ এবং বদমায়েশ এক চরিত্র। তাই তুলনা করার অবকাশ কম। তবুও দর্শক যদি তুলনা করেন, সেটা তাদের বিষয়।’
অঞ্জন জানান, আগামী কয়েক মাসে ‘আরও একটা লিয়র’-এর বেশ কয়েকটি শো মঞ্চস্থ হবে।
সম্প্রতি চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন স্মরণে চালচিত্র এখন সিনেমা পরিচালনা করেছেন অঞ্জন দত্ত। সেখানে তিনি পরিচালক মৃণাল সেনের ভূমিকায় অভিনয়ও করেছেন।
সমালোচক মহলে ব্যাপক প্রসংশিত হয়েছে তার এ সিনেমা। এছাড়াও রঞ্জনা আমি আসব না, দত্ত ভার্সেস দত্ত, দ্য বং কানেকশন সহ আরও কয়েকটি সিনেমা পরিচালনা করেছেন।
সূত্র: ভারতীয় গণমাধ্যম
৩ সপ্তাহ আগে