সাংবিধানিক সংস্কার
সংবিধান সংস্কারে ৬২ প্রস্তাব বিএনপির
সংবিধান সংস্কার কমিশনে ভাইস প্রেসিডেন্ট ও উপপ্রধানমন্ত্রীর পদ বহাল রাখাসহ মোট ৬২টি প্রস্তাব জমা দিয়েছে বিএনপি।
দলের প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে- পরপর দুইবারে বেশি একজন প্রধানমন্ত্রীর মেয়াদ নয়, পার্লামেন্টে দ্বিতীয় কক্ষ গঠন এবং গণভোটের বিধান।
মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের কাছে এসব প্রস্তাবের লিখিত অনুলিপি জমা দেন।
আরও পড়ুন: ৯ বছর পর ভারত থেকে দেশে বিএনপির সালাহউদ্দিন
সালাহউদ্দিন সাংবাদিকদের বলেন, জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতেই প্রস্তাবগুলো জমা দেওয়া হয়েছে।
তিনি বলেন, 'আমরা বিচার বিভাগ নিয়ে প্রস্তাব দিয়েছি। পাশাপাশি একজন ভাইস প্রেসিডেন্ট ও একজন উপপ্রধানমন্ত্রী রাখার সুপারিশও করেছি। ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে আমরা নির্বাহী, বিচার বিভাগ এবং আইন বিভাগ সম্পর্কিত সব দিক বিবেচনা করেছি।’
বিএনপির এই নেতা বলেন, প্রস্তাবগুলো সরকারের কাছে বিবেচনার জন্য উপস্থাপন করবে সংবিধান সংস্কার কমিশন।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের প্রস্তাবগুলো বাস্তবায়ন করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আরও পড়ুন: ৯ বছর পর রবিবার দেশে ফিরবেন বিএনপি নেতা সালাহউদ্দিন
১ মাস আগে