আইনজীবী হত্যা
আইনজীবী হত্যা: ইসকনকে নিষিদ্ধের দাবিতে বাকৃবিতে বিক্ষোভ মিছিল
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে ওই বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।
মিছিলটি বাকৃবির কে আর মার্কেট, উপাচার্যের বাসভবন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আব্দুল জব্বার মোড়ে এসে শেষ হয়।
আরও পড়ুন: কম খরচে শীতকালীন ফসলের জাতভেদে ফলন বাড়ানো সম্ভব: বাকৃবি অধ্যাপক হারুন
পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে বিক্ষোভ মিছিলে বাকৃবির বিভিন্ন হল থেকে কয়েকশ’ শিক্ষার্থী অংশ নেন।
এসময় বাকৃবির শিক্ষার্থীরা স্লোগান দেন, ‘সাইফুল ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘ভেঙে দাও গুড়িয়ে দাও ইসকনের কালো হাত’, ‘ইসকনের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ইসকনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’।
শিক্ষার্থীরা জানান, ফ্যাসিবাদীরা ভারতে বসে ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করছে। আইনজীবী সাইফুলকে হত্যা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এছাড়া সাইফুলকে গলা কেটে হত্যা করা হয়েছে, এতেই প্রমাণিত হয় আমাদের দেশে আমরা (মুসলিমরাই) সংখ্যালঘু।
এদিকে সন্ত্রাসী সংগঠন ইসকনের এমন কর্মকাণ্ড আমরা বরদাশত করব না। ভারতের দালাল ইসকনের সন্ত্রাসীদের উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। আমাদের এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে।
এছাড়া হিন্দুদের প্রতি আমাদের পূর্ণ সম্মান রয়েছে, কিন্তু উগ্রবাদীরা যে ধর্মের হোক না কেন তাদের কোনো ছাড় নেই বলে জানান শিক্ষার্থীরা।
আরও পড়ুন: ভর্তি পরীক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু বাকৃবি প্রশাসনের
১ মাস আগে
চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে শাবিপ্রবিতে বিক্ষোভ
চট্টগ্রামে ইসকনের সমর্থকদের হাতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১০টায় শাহপরান হলের সামনে থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি নিয়ে প্রথমে বঙ্গবন্ধু হল এবং পরে ক্যাম্পাস ঘুরে প্রধান ফটকে এসে শেষ হয়।
মিছিল চলাকালীন সময়ে শিক্ষার্থীদের ‘দিল্লি না ঢাকা,ঢাকা ঢাকা’ ‘ইসকনের ঠিকানা এই বাংলায় হবে না’ ‘ইসকন তুই স্বৈরাচার এই মুহূর্তে বাংলা ছাড়,’ ‘আমার ভাই কবরে খুনি কেন বাহিরে’ আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
আরও পড়ুন: শাবিপ্রবিতে অবাঞ্ছিত ও আজীবন নিষিদ্ধ সেই উর্মি!
মিছিল পরবর্তী সমাবেশে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আজাদ শিকদারের সঞ্চাচলনায় বক্তব্য দেন ইংরেজি বিভাগের দেলোয়ার হোসেন শিশির, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের পলাশ বখতিয়ার প্রমুখ।
আজাদ শিকদার বলেন, 'আপনারা যদি সত্যিই বিপ্লবী সরকার হয়ে থাকেন, তাহলে সন্ত্রাসীদের সঙ্গে কোনো আপস করবেন না। ইসকনের দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে হলে দ্রুত এদের গ্রেপ্তার করতে হবে। ইসকনকে নিষিদ্ধ করার মাধ্যমে বাংলাদেশকে কলঙ্কমুক্ত করতে হবে। অন্যথায় এদের ছাত্র সমাজ মোকাবিলা করবে।'
ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, 'আমরা সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে, কিন্তু ভারতের প্রেসক্রিপশনে যদি এই সম্প্রীতি ধ্বংসের পরিকল্পনা করা হয়- তাহলে এদেশের আপামর
আরও পড়ুন: শাবিপ্রবি ছাত্রলীগ সভাপতি খলিলুর গ্রেপ্তার
১ মাস আগে
চট্টগ্রামে আইনজীবী হত্যায় ড. ইউনূসের নিন্দা, তদন্তের নির্দেশ
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ ঘটনার তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ইউএনবিকে বিষয়টি জানিয়েছেন।
আবুল কালাম আজাদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত ও অটুট রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই দেশের জনগণকে অপ্রীতিকর কর্মকাণ্ডে অংশ না নিয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
আরও পড়ুন: বাংলাদেশকে বিনিয়োগকারীদের কাছে তুলে ধরুন: ব্যবসায়ীদের ড. ইউনূস
পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চট্টগ্রামসহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করারও নির্দেশ দিয়েছেন তিনি।
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে মঙ্গলবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সাইফুল ইসলাম আলিফ নামের ওই আইনজীবী নিহত হন।
নিহত আলিফ (৩৫) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার জামাল উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতের নিচতলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাকে পার্শ্ববর্তী জঙ্গল সিনেমা লেনে নিয়ে গিয়ে মারধরের পর কুপিয়ে হত্যা করে।
আরও পড়ুন: ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ: অধ্যাপক ইউনূস
১ মাস আগে