ইসকনকে নিষিদ্ধের দাবি
আইনজীবী হত্যা: ইসকনকে নিষিদ্ধের দাবিতে বাকৃবিতে বিক্ষোভ মিছিল
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে ওই বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।
মিছিলটি বাকৃবির কে আর মার্কেট, উপাচার্যের বাসভবন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আব্দুল জব্বার মোড়ে এসে শেষ হয়।
আরও পড়ুন: কম খরচে শীতকালীন ফসলের জাতভেদে ফলন বাড়ানো সম্ভব: বাকৃবি অধ্যাপক হারুন
পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে বিক্ষোভ মিছিলে বাকৃবির বিভিন্ন হল থেকে কয়েকশ’ শিক্ষার্থী অংশ নেন।
এসময় বাকৃবির শিক্ষার্থীরা স্লোগান দেন, ‘সাইফুল ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘ভেঙে দাও গুড়িয়ে দাও ইসকনের কালো হাত’, ‘ইসকনের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘ইসকনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’।
শিক্ষার্থীরা জানান, ফ্যাসিবাদীরা ভারতে বসে ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করছে। আইনজীবী সাইফুলকে হত্যা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এছাড়া সাইফুলকে গলা কেটে হত্যা করা হয়েছে, এতেই প্রমাণিত হয় আমাদের দেশে আমরা (মুসলিমরাই) সংখ্যালঘু।
এদিকে সন্ত্রাসী সংগঠন ইসকনের এমন কর্মকাণ্ড আমরা বরদাশত করব না। ভারতের দালাল ইসকনের সন্ত্রাসীদের উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। আমাদের এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে।
এছাড়া হিন্দুদের প্রতি আমাদের পূর্ণ সম্মান রয়েছে, কিন্তু উগ্রবাদীরা যে ধর্মের হোক না কেন তাদের কোনো ছাড় নেই বলে জানান শিক্ষার্থীরা।
আরও পড়ুন: ভর্তি পরীক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু বাকৃবি প্রশাসনের
১ মাস আগে