হাসনাত
জুলাই বিপ্লবের ঘোষণার মাধ্যমে ১৯৭২’র সংবিধানের কবর হবে: হাসনাত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আগামী ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণার সঙ্গে সঙ্গে ১৯৭২ সালের মুজিববাদী সংবিধানের কবর দেওয়া হবে।
রবিবার (২৯ ডিসেম্বর) রাজধানীর রূপায়ন টাওয়ারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা মুজিববাদী সংবিধানকে অচল ঘোষণা করার দাবি জানাচ্ছি। যেখানে এক দফা ঘোষণা করা হয়েছিল সেই স্থানেই ১৯৭২ সালের মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে। আমরা আশা করি, জুলাই বিপ্লবের ঘোষণা বাংলাদেশে নাৎসি শাসক আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করবে।’
এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সংগঠক আবদুল হান্নান মাসুদ উপস্থিত ছিলেন।
হাসানাত বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে নতুন বাংলাদেশ গড়ার দাবিতে ৩১ ডিসেম্বর শহীদ মিনারে জড়ো হবেন মানুষ।
সারজিস বলেন, ‘জুলাই বিপ্লবের ঘোষণা ঐতিহাসিক গুরুত্বের একটি দলিল হিসেবে কাজ করবে, যা জনগণ প্রত্যাখ্যান করা পুরানো ব্যবস্থা এবং বাস্তবায়িত হবে এমন একটি নতুন ব্যবস্থার মধ্যে পার্থক্য বুঝতে পারবে। এটি দেশের নতুন নেতৃত্বকে দিকনির্দেশনা দেবে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।’
তিনি উল্লেখ করেন, ঘোষণাটি আরও আগে দেওয়া উচিত ছিল, কিন্তু বিভিন্ন ক্ষেত্রের সহায়তার অভাবে দেশ এগোতে পারছে না।
আরও পড়ুন: এই দেশে আর কোনোদিন ভারতের আধিপত্য চলবে না: হাসনাত আব্দুল্লাহ
আবদুল হান্নান মাসুদ বলেন, ফ্যাসিবাদী সংগঠন হিসেবে আখ্যায়িত আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে এবং নতুন বাংলাদেশের জন্য জনগণের আকাঙ্ক্ষা ঘোষণা করা হবে।
তিনি বলেন, ‘ইতোমধ্যে এই ঘোষণার খসড়া বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। ৩১ ডিসেম্বর ঘোষণাপত্র পাঠ করা হবে এবং শহীদ পরিবার ও গণঅভ্যুত্থানে সমর্থন দেওয়া রাজনৈতিক দলসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে সমবেত হবেন।’
৫ দিন আগে
হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টার প্রতিবাদ জাতীয় নাগরিক কমিটির
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে হত্যাচেষ্টার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক কমিটি।
বুধবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম থেকে ফেরার পথে ইচ্ছাকৃতভাবে ট্রাকচাপা দেওয়ার ঘটনায় তাদেরকে লক্ষ্যবস্তু করা হয় বলে জানা গেছে।
হামলার প্রতিবাদে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা এ আন্দোলনে অংশ নেন।
আরও পড়ুন: জুলাইয়ের গণহত্যার বিচার যারা চায় না তারাও ফ্যাসিস্টের দোসর: সারজিস
মানববন্ধনে নাগরিক কমিটির সদস্য সচিব ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আকতার হোসেন চারটি মূল দাবি তুলে ধরেন।
দাবিগুলো হলো- উগ্রবাদী হিন্দুত্বের প্রভাব থেকে বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের সদস্যদের মুক্তি দেওয়া, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য দায়ীদের গ্রেপ্তার ও বিচার করা, গত ১৫ বছরে হিন্দু মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেওয়া এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করা।
আক্তার বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। হিন্দু-মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে তারা এ ধরনের ফাঁদে পা দেবে না। আমাদের দেশকে রক্ষা করতে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ও আদিবাসী সম্প্রদায়ের সবাই জীবন দিতে প্রস্তুত।’
সমাবেশে সমন্বয়ক আবদুল হান্নান মাসুদ বলেন, ষড়যন্ত্রকারীরা মনে করে, হাসনাত ও সারজিসকে লক্ষ্যবস্তু করে তারা বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে পারবে। কিন্তু সচিবালয় থেকে শ্রমিক, এদেশের প্রতিটি নাগরিকই যোদ্ধা। দিল্লির আধিপত্য বা কোনো ধরনের ফ্যাসিবাদকে কেউ মেনে নেবে না। এই ভূমির জন্য প্রাণ দিতে প্রস্তুত সবাই।’
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সারজিস ও হাসনাতের গাড়ি
১ মাস আগে
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সারজিস ও হাসনাতের গাড়ি
হাসনাত আবদুল্লাহ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে।
বুধবার(২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দাফন শেষে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
গাড়িটির সামনের অংশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে ভাগ্যক্রমে কোনো হতাহত হয়নি।
লোহাগাড়ার চুন্তি ইউনিয়নের হাজী রোড মোড়ে একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে মুখোমুখি সংঘর্ষ হয় প্রাইভেটকারটির।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।
দুর্ঘটনার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান তিনি।
১ মাস আগে