ইঞ্জিনচালিত ভ্যান
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ইঞ্জিনচালিত ভ্যানের চালক নিহত
মেহেরপুরের গাংনীতে নির্মাণাধীন রাস্তার ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে শ্যালো ইঞ্জিনচালিত আলগামন (ভ্যান) সড়কের ওপর উল্টে চালক আব্দুল আজিজ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৮টায় উপজেলার মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ছাতিয়ান চেরাগীপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল আজিজ (৪০) মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের আব্দুল খালেক মোল্লার ছেলে।
আরও পড়ুন: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত, আহত ২
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বানী ইসরাইল বলেন, ‘বৃহস্পতিবার সকাল ৮টায় আব্দুল আজিজ আলগামন চালিয়ে মেহেরপুর থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বামন্দী বাজারের ছাতিয়ান চেরাগীপাড়ায় নির্মাণাধীন রাস্তার ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এরপর রাস্তার ওপর উল্টে পড়ে গুরুতর আহত হন। পরে বামন্দী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানকার চিকিৎসক ফারুক হোসেন তাকে মৃত ঘোষণা করেন।’
আরও পড়ুন: সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত
২ সপ্তাহ আগে