চট্টগ্রামের আইনজীবী
আলিফ হত্যায় সিএমপি কমিশনারের পদত্যাগের দাবি চট্টগ্রামের আইনজীবীদের
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের পদত্যাগ দাবি জানিয়েছেন আইনজীবীরা।
তাদের দাবি এই হত্যাকাণ্ডের নেপথ্যে পুলিশি দুর্বলতা রয়েছে। পদত্যাগ না করলে সিএমপি কমিশনারকে বল প্রয়োগ করে সরানোর হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
ইসকন নিষিদ্ধ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবিতে আইনজীবীদের আদালত বর্জনের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক সমাবেশে নেতারা এই দাবি জানান। দ্বিতীয় দিনের মতো বন্ধ ছিল চট্টগ্রামের ৭৪টি আদালতের কার্যক্রম।
সকালে আদালত চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, গত পরশু ইসকনের এক নেতাকে গ্রেপ্তার করে তাকে আদালতে তোলা হয়। এরপর বিজ্ঞ আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং প্রিজন ভ্যানে তোলা হয়। ওই প্রিজন ভ্যানে তোলার পর ইসকন সমর্থিতরা ভ্যান ঘেরাও করে আদালত অঙ্গনে উল্লাস করেছে। পুলিশকে নিষ্ক্রিয় দেখো গেছে। তারা নিরাপদ স্থানে দূরে দাঁড়িয়ে ছিল। এটার পেছনে পুলিশের ইন্ধন রয়েছে।
আরও পড়ুন: আলিফ হত্যা: ইসকন নিষিদ্ধ ও হত্যাকারীদের বিচার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম
এক আইনজীবী বলেন, ‘পুলিশ প্রিজন ভ্যান ফেলে সেখান থেকে চলে গেছে। আমি পত্রিকায় দেখেছি এই চিন্ময় দাস প্রিজন ভ্যান থেকে হ্যান্ডমাইক দিয়ে বক্তব্য দিয়েছে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি অনুরোধ করব যতগুলো মামলা হবে এই চিন্ময় দাসকে যেন এক নম্বর আসামি করা হয়। ওই দিন জেলা প্রশাসক কার্যালয়ের সামনেও পর্যাপ্ত পুলিশ, আর্মি, বিজিবি ছিল। তাদের কেন ডাকা হয়নি।’
আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আহাদ মুস্তফা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল সাউদার্ন ইউনিভার্সিটি ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রিয়াজ উদ্দিন চৌধুরীসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বলেন, ‘আজ আমরা অত্যন্ত শোকাহত ও ভারাক্রান্ত। আমরা একটি কঠিন সময়ের মধ্যে আছি। আমাদের চট্টগ্রামের আদালত অঙ্গন ও আশেপাশে এ ধরনের ঘটনা আগে হয়নি। এটার পেছনে পুলিশের ইন্ধন আছে বলে আমরা মনে করি।’
পুলিশ কমিশনারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘চিন্ময় দাসের হাতে হ্যান্ডমাইক কীভাবে গেল— এর জবাব দিতে হবে। নাহলে পুলিশ কমিশনার চট্টগ্রাম থাকতে পারবেন না। আপনাদের হুঁশিয়ার করছি, আপনারা স্বেচ্ছায় পদত্যাগ করুন। নাহলে আমরা গিয়ে টেনে-হিঁচড়ে নামিয়ে ফেলব।’
২ সপ্তাহ আগে