বিসিকের আগুন
ময়মনসিংহ বিসিকের আগুন নিয়ন্ত্রণে
ময়মনসিংহ নগরীর বিসিক শিল্প নগরীর কীটনাশক তৈরির কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। তবে ক্ষয় ক্ষতির পরিমাণ ও আগুন লাগার সঠিক কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে ওই আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এসময় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, গোডাউনের কেমিকেল উত্তপ্ত হয়ে স্বয়ংক্রিয়ভাবে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, বিসিক শিল্প নগরীর ভেতরে হেকেম বাংলাদেশ নামে একটি কীটনাশক কারখানার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। এই গোডাউনে কেমিকেল ও অন্যান্য কাঁচামাল সংরক্ষণ করে বিসিকের অন্য কারখানায় প্যাকেজিং করা হতো। তাই কীটনাশক তৈরির দাহ্য পদার্থে হঠাৎ আগুন লাগলে মুহূর্তেই তা আশেপাশে ছড়িয়ে পড়ে বলে জানান স্থানীয়রা।
আরও পড়ুন: ময়মনসিংহে কৃষি পণ্যের গুদামে আগুন
বিসিকের শ্রমিক জুলহাস মিয়া বলেন, ‘আমরা একটি চায়ের দোকানে বসে চা পান করছিলাম। হঠাৎ করে আগুন আগুন বলে চিৎকার শুরু করে কয়েকজন। বের হয়ে দেখি হেকেম কোম্পানির ভেতরে আগুন।’
এছাড়া মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে এবং গোডাউনের ভেতরে কেমিকেলের ড্রামগুলো ফুটে বিকট শব্দ হচ্ছে বলে জানান জুলহাস।
হেকেম বাংলাদেশের ব্যবস্থাপক জামাল উদ্দিন বলেন, ‘আমাদের কারখানায় জয়গা কম থাকার কারণে গুদামটিতে কাঁচামাল সংরক্ষণ করে এই বিসিকের একটি কারখানায় কীটনাশক তৈরি করা হতো।’
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক মতিয়ার রহমান বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা ১০টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় এবং ফোমের সাহায্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন। এসময় সেনাবাহিনী, র্যাব, পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তা করেন বলে জানান তিনি।
আরও পড়ুন: মিরপুরে গ্যাসের আগুনে একই পরিবারের পাঁচজনসহ দগ্ধ ৭
২ সপ্তাহ আগে