মহানবীকে (সা.)
মহানবীকে (সা.) কটূক্তির অভিযোগে তেজগাঁওয়ে শ্রমিকদের সড়ক অবরোধ
মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে রাজধানীর তেজগাঁও প্রধান সড়ক অবরোধ করে রেখে প্রতিবাদ করছেন কোহিনুর ক্যামিকেল কোম্পানির কারখানার শ্রমিকরা।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরের পর থেকে সড়কটি বন্ধ রয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ছুটে এসেছেন। কিন্তু এখনো পরিস্থিতি শান্ত হয়নি।
কারখানার কসমেটিকস বিভাগের বাবু নামে এক কর্মকর্তার বিরুদ্ধে মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি করার অভিযোগ করা হয়েছে। বিষয়টি জানতে পেরে শ্রমিকরা প্রতিবাদ করেন।পরে তারা প্রধান সড়কে নেমে বিক্ষোভ ও অবরোধ করেন।
এতে ভোগান্তিতে পড়েছেন শতশত মানুষ। মহাখালী থেকে আসা যাওয়ার সড়কটি বন্ধ হয়ে গেছে।
শ্রমিকদের দাবি হচ্ছে, সেই কর্মকর্তাকে চাকরিচ্যুত করার পাশাপাশি তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই মুহূর্তে ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা ছুটে এসেছেন। তাদের মধ্য থেকে একজন তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন। বারবার তাদের আশ্বাস দিচ্ছেন। কিন্তু এখনো পরিস্থিতি শান্ত হয়নি।
আরও পড়ুন: মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে আ. লীগ নেতার ছেলে আটক
তারা আরও বলেন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ঠিক বিপরীত পাশে সড়কে কোহিনুর কেমিক্যাল কোম্পানির অবস্থান। সেই কারখানাটির গেটের সামনে শ্রমিকরা বিক্ষোভ করছেন। বিকেল ৪ টা ৫০ মিনিটে সেনাবাহিনীর একজন অফিসার এসে তাদের সাথে কথা বলেন। এ সময় তাকে বলতে শোনা যায়, কারখানাটির কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন। সেই ব্যক্তিকে চাকরি থেকে অপসারণের পাশাপাশি আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
এমন বিষয় জানানোর পর সেনাবাহিনীর সদস্যরা কারখানাটির সামনের সড়কে অবস্থান নিয়েছেন। তবে এখন পর্যন্ত কোন ভাঙচুর বা হতাহতের ঘটনা ঘটেনি।
ঢাকা মহানগর পুলিশের মহাখালী জোনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার (ট্রাফিক) দেলোয়ার হোসেন বলেন, রাস্তা ব্লকের কারণে তেজগাঁও সাত রাস্তাসহ আশেপাশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
২২৬ দিন আগে
মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে আ. লীগ নেতার ছেলে আটক
রাজশাহীতে মহানবী হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে শ্রী পার্থর দাস নামে একজনকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২৯ নভেম্বর) রাতে বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার তেলিপাড়ার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
পার্থর দাস তাহেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাল ব্যবসায়ী শ্রী কালিপদ দাসের ছেলে।
আরও পড়ুন: কুমিল্লায় মহানবীকে নিয়ে কটুক্তিকারী গ্রেপ্তার
স্থানীয়রা জানান, পার্থর তার ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদকে (সা.) ও উনার মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এই মন্তব্যের প্রতিবাদে একাধিক ব্যক্তি পাল্টা মন্তব্য করায় ফেসবুকে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এরই পরিপ্রেক্ষিতে একাধিক ব্যক্তি তাহেরপুর পুলিশ তদন্তকেন্দ্রে মৌখিক অভিযোগ করলে তাকে আটক করে তদন্তকেন্দ্রে নিয়ে আসা হয়। এদিকে জনতা ও ছাত্ররা তদন্তকেন্দ্র ঘেরাও করে এবং তার শাস্তির দাবিতে বিক্ষোভ করে।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় পার্থর দাসকে পুলিশ ভ্যানে করে থানায় নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা পুলিশ ভ্যান ভাঙচুর করে।
এ তথ্য নিশ্চিত করে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম ও ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
আরও পড়ুন: পিরোজপুরে ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তি: ২ যুবককে আটক
৩৭০ দিন আগে