মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ
গাইবান্ধায় মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আটক ৩
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে শহিদুল ইসলাম (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২৯ নভেম্বর) জুম্মার নামাজের পর উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মালাধর উত্তরপাড়ায় ঘটনাটি ঘটে।
এদিকে এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুল গফুর, শাকিল আহম্মদ ও সাফিউল আহাদ সোহাগ নামে তিনজনকে আটক করে।
আরও পড়ুন: নওগাঁর মান্দায় ২ জনের লাশ উদ্ধার
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার মসজিদ কমিটি গঠনের বিষয় নিয়ে দুই দল আলোচনা বসেন। এসময় আলোচনা চলাকালে বাকবিতণ্ডা শুরু হয়, এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে শহিদুল আহত হয়, তাকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শুক্রবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে। এছাড়া এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি বুলবুল ইসলাম।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৪ দিন পর আদিবাসী শিশুর লাশ উদ্ধার
৫ দিন আগে