বিপুল অস্ত্র
ফেসবুকে ছড়িয়ে পড়া ছবি সিলেট ইসকন মন্দিরের নয়: পুলিশ
ফেসবুকে সিলেট ইসকন মন্দিরে বিপুল অস্ত্র, তার পাশে বসে থাকা দুই ব্যক্তির ছড়িয়ে পড়া ছবিটি সত্য নয়, গুজব বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
শুক্রবার (২৯ নভেম্বর) এসএমপির এডিসি মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিসম্প্রতি বিভিন্ন ব্যক্তি ফেসবুকে একটি ছবি পোস্ট করে দাবি করা হয়েছে যে, ‘সিলেটে এ যেন ইসকন মন্দির নয়, এ যেন একেকটা অস্ত্রের গুদাম।’
আরও পড়ুন: ইসকনের বিষয়ে সরকারের পদক্ষেপ কী, জানতে চান হাইকোর্ট
প্রকৃতপক্ষে, এই ছবিটি সিলেটের ইসকন মন্দিরের সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়। এটি একটি পুরানো ছবি এবং অন্য কোনো স্থানের ঘটনা।
সিলেট ইসকনের কার্যক্রম সিলেট মেট্রোপলিটন পুলিশের সার্বক্ষণিক নজরদারিতে আছে। যাচাই না করে এ ধরনের তথ্য শেয়ার না করতে এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে এসএমপি।
২ সপ্তাহ আগে