৩৭৫৫০ পিস ইয়াবা জব্দ
সিলেটে ৩৭৫৫০ পিস ইয়াবা জব্দ, নারীসহ গ্রেপ্তার ২
সিলেটে ইয়াবা বহনের অভিযোগে নারীসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। এসময় তাদের কাছ থেকে ৩৭ হাজার ৫৫০ ইয়াবা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সিলেটের গোলাপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- মৌলভীবাজারের রাজনগর উপজেলার বুঝবেন গ্রামের মো. বুলবুল আহমেদ ও একই গ্রামের শোভা আক্তার।
আরও পড়ুন: জামালপুর ২০০ পিস ইয়াবা জব্দ, আটক ২
র্যাব জানায়, বৃহস্পতিবার বিকালে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ বুলবুল ও শোভাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৭ হাজার ৫৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. মশিহুর রহমান বলেন, ‘আটকদের বিরুদ্ধে মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে।’
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ৭ হাজার ৯৩৫ পিস ইয়াবা উদ্ধার
৫ দিন আগে