অস্তিত্ব
অস্তিত্ব বাঁচাতে মানবাধিকার সংস্থার দ্বারস্থ আমাজনের আদিবাসীরা
দক্ষিণ আমেরিকার দেশ পেরুর আমাজন অঞ্চলে তেল ও গ্যাস প্রকল্প বন্ধের জন্য একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থায় অভিযোগ করেছেন অঞ্চলটির আদিবাসী নেতারা।
স্থানীয় সময় মঙ্গলবার (৪ মার্চ) ইন্টার-আমেরিকান কমিশন অন হিউম্যান রাইটসের (আইএসিএইচআর) এক শুনানিতে সেখানকার প্রকৃত অবস্থা তুলে ধরেন আদিবাসী নেতারা। এর আগে বেশ কয়েকবার পেরু সরকারের কাছে আমাজন বনাঞ্চলে তেল ও গ্যাস অনুসন্ধান বন্ধের দাবি জানালেও কোনো সুরাহা হয়নি।
পরে আইএসিএইচআরের শুনানিতে ওই প্রকল্পের কারণে আমাজন বনে বসবাসকারী আদিবাসীদের জীবনে যেসব নেতিবাচক প্রভাব পড়ে, সেই সম্পর্কিত প্রমাণ তুলে ধরা হয়।
আরও পড়ুন: ব্রাজিলের আমাজনে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫
এই প্রকল্পগুলো তাদের ভূমি, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে তাদের অধিকার লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন আদিবাসী নেতারা। এছাড়া, আন্তর্জাতিক আইনে, আমাজন অঞ্চলে কোনো প্রকল্প বাস্তবায়ন করার আগে আদিবাসী গোষ্ঠীদের সাথে আলোচনা বাধ্যতামূলক করা হলেও তা উপেক্ষা করা হয়েছে বলে উল্লেখ করেন তারা।
আদিবাসী অধিকার সংগঠন সারভাইভাল ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, পেরুর আমাজন অঞ্চলে কমপক্ষে ২০টি আদিবাসী গোষ্ঠী রয়েছে। এই আদিবাসীরা বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় আমাজনের সবচেয়ে দুর্গম অঞ্চলে বাস করেন।
সম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে, পেরু সরকার তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য নিলামে তুলছে আদিবাসীরা যেসব অঞ্চলে বাস করছে সেখানকার ভূমি।
ইন্টারন্যাশনাল ওয়ার্ক গ্রুপ ফর ইন্ডিজিনাস অ্যাফেয়ার্সের তথ্য অনুযায়ী, পেরুতে অবস্থিত আমাজনের প্রায় ৭৫ শতাংশ এলাকাতে তেল ও গ্যাস অনুসন্ধান চলছে। সেখানে প্রায় ২১টি আদিবাসী গোষ্ঠীর বাস করে। যারা সভ্য সমাজ থেকে বিচ্ছিন্ন।
সারভাইবাল ইন্টারন্যাশনালের দেওয়া তথ্য অনুযায়ী, সম্প্রতি তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য একটি এলাকায় কাঠ কাটার সময়ে ওই অঞ্চলে বসবাসসরত আদিবাসী গোষ্ঠী মাসাকো-পিরোর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পেরু সরকারের কার্যক্রম চলমান থাকলে তা আদিবাসীদের জন্য কতটা হুমকি হতে চলেছে, তারই ইঙ্গিত ওই ঘটনা বহন করে বলে আশঙ্কা প্রকাশ করে সংস্থাটি।
আরও পড়ুন: ব্রাজিলের আমাজনে পানির তাপমাত্রা বেড়ে যাওয়ায় শতাধিক ডলফিনের মৃত্যু
সংস্থাটির এক গবেষক টেরেসা মেয়ো বলেন, ‘পেরুতে ন্যায়বিচার পেতে ব্যর্থ হয়ে আদিবাসী সংগঠনগুলো আইএসিএইচআরের মতো আন্তর্জাতিক ফোরামের শরণাপন্ন হয়েছে।’
তবে এ বিষয়ে জানতে চাওয়া হলে পেরু সরকারের পক্ষ থেকে বলা হয়, পেরু একটি গণতান্ত্রিক রাষ্ট্র। দেশটির সরকার আইনের শাসন ও মানবাধিকার সমুন্নত রাখার জন্য এবং সকল নাগরিকের অধিকার সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় তারা জানায়, মানবাধিকার সংক্রান্ত বিষয়েও তারা গুরুত্বের সঙ্গে কাজ করছে সরকার।
তবে সরকারের দাবি সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেন পেরুর আমাজন রেইনফরস্টের উন্নয়নে কাজ করা আন্তজার্তিক সংস্থা এআইডিইএসইপিয়ের সদস্য জুলিও প্যালাসিওস।
তিনি বলেন, আদিবাসী মানুষগুলোর অধিকারকে সম্মান করা হচ্ছে না। তেল ও গ্যাস অনুসন্ধানে কার্যক্রম চলমান রয়েছে।
সরকারের এই পদক্ষেপ জনজীবন থেকে বিচ্ছিন্ন গোষ্ঠীগুলোর অস্বিত্ব হুমকিতে ফেলবে বলে মত দেন তিনি। আদিবাসীদের শুনানিতে অংশগ্রহণ করা একজন আইনজীবী জানান, ‘পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে।’
আন্তজার্তিক আইনে ওই অঞ্চলগুলোতে যেকোনো কাজ করার আগে আদিবাসীদের সঙ্গে আলোচনার বিধান থাকলেও পেরু সরকার যে তা মানেনি তা ইতোমধ্যে স্পটষ্ট বলে মন্তব্য করেন তিনি। এই অভিযোগের ব্যাপারে পেরু সরকারের মন্তব্য জানতে চাওয়া হলেও তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি।
আইএসিএইচআর কমিশন পেরু সরকারকে এই অভিযোগগুলোর বিষয়ে লিখিত প্রতিক্রিয়া জানানোর নির্দেশ দিয়েছে। বিশেষত তেল ছড়িয়ে পড়া মোকাবিলায় ও ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলোকে সহায়তা করতে সরকার কি ধরনের পদক্ষেপ নিয়েছে; তা জানতে চাওয়া হয়েছে।
২১ দিন আগে
আমরা ব্যর্থ হলে কারও অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না: সারজিস আলম
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, আমরা যে স্বপ্ন ও স্পিরিট নিয়ে দেশের জন্য রক্ত দিলাম, জীবন দিলাম সেটার জন্য কাজ করে যাওয়ার জন্য জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছি।
তিনি বলেন, আমাদের মাথায় সব সময় কাজ করে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের কথা। খুনি হাসিনা এবং তার দোসররা সবদিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই।
সারজিস বলেন, ‘কোণোভাবে যদি আমরা ব্যর্থ হই কারো অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না।’
শনিবার (৩০ নভেম্বর) সকালে নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত ময়মনসিংহ বিভাগে ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের সময় শহীদ ৫৫ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: আওয়ামী লীগ নিজেদের কর্মের ফল ভোগ করছে: সারজিস আলম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা বলেন, ৫ আগস্টে এমন অনেক শহীদ পরিবার রয়েছে যাদের দাফন করতে দেওয়া হয় নাই। তাদের বাড়িতে থাকতে দেওয়া হয় নাই। তাদের হয়রানি করা হয়েছে। এখন যদি খুনি হাসিনা ফিরে আসে আবার একই কাজ করবে। সেই জায়গা থেকে আমাদের সকলের দায়িত্ব- যে স্বপ্ন ও স্পিরিট নিয়ে অভ্যুত্থান হয়েছে তাকে রক্ষা করা। আমরা আমাদের জায়গা থেকে সরকারের যেমন গঠনমূলক সমালোচনা করব একইভাবে প্রশাসন থেকে শুরু করে সকলকে তাদের কাজে সহয়তা করব।
সারজিস বলেন, যারা এই অভ্যুত্থানে রক্তাক্ত ঘটনাগুলোর হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ছিল, তাদের বিষয়ে যথেষ্ট প্রমাণ রয়েছে, হোক ভিডিও ফুটেজ বা ছবি, তার যে পরিচয়ই হোক না কেন তাদের শাস্তির আওতায় আনতে হবে।
তিনি বলেন, আমরা যদি মনে করি যে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ নেতা বা পুলিশের সদস্য ছিল, সে সরাসরি হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত তার যথেষ্ট প্রমাণ রয়েছে।, তারপরও তার বিরুদ্ধে কিছু করা রিস্কি, তাহলে আমরা সরি। আমরা মনে করি আপনি এই অভ্যূত্থানের স্প্রিরিট (চেতনা) ধারণ করেন না, তাহলে আপনি এই দায়িত্ব ছেড়ে অন্য জায়গায় যান।
আরও পড়ুন: নির্বাচন কমিশন ১৬ বছরে সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত ছিল: সারজিস আলম
এসময় ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, অতিরিক্ত ডিআইজি শরিফুর রহমান, জেলা প্রশাসক মুফিদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেনসহ শহীদদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
১১৬ দিন আগে