রিঅ্যাক্টের জের
ফেসবুক পোস্টে রিঅ্যাক্টের জেরে ছুরিকাঘাতে ৪ কিশোর আহত
ফেনীতে ফেসবুক পোস্টে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে নিলয় নামে এক কিশোরের ছুরিকাঘাতে চার কিশোর আহত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কাজীরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- শরীফুল ইসলাম (১৭), রিজন (১৬), মো. অমিত হাসান (১৮) ও জিসান (১৭)।
আহতদের মধ্যে শরীফুল ও রিজনের অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, অমিতের ফেসবুক পোস্টে নিলয় ‘হা হা’ রিঅ্যাক্টে দেয়। এর জেরে শুক্রবার রাতে সোনাপুর ইসলামি সেন্টারের সামনে অমিতসহ ৬ থেকে ৭ জন কিশোর নিলয়ের কাছে ওই রিয়েক্টের কারণ জানতে চাইলে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে নিলয় পকেট থেকে টিপ ছুরি বের করে অমিতসহ বাকিদের ওপর আক্রমণ চালায়। এতে চার কিশোর আহত হয়।
আরও পড়ুন: রাজধানীর বনশ্রীতে বাস খালে পড়ে আহত ৫
আবদুলল্লাহ আল মামুন নামে এক কিশোর বলেন, নিলয় প্রথমে অমিতকে এবং পরে আমাদের ওপর ছুরি নিয়ে হামলা করে। এ সময় আমাদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে আসলে নিলয় পালিয়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শেখ সাইদুর রহমান বলেন, আহতদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজন হাসপাতালে চিকিৎসাধীন। অপরজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি চলে যায়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার সঙ্গে জড়িত নিলয়কে আটক করা হয়েছে। আহতদের পক্ষ থেকে মামলার কার্যক্রম চলমান।
আরও পড়ুন: দিনাজপুরে ইজিবাইক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
২ সপ্তাহ আগে