কনস্টেবল নিয়োগ পরীক্ষা
মানিকগঞ্জে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সিতে পাস, গ্রেপ্তার ৩
মানিকগঞ্জে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সিতে পাস করার অপরাধে তিন পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জের পুলিশ সুপার মো.বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার মানিকগঞ্জ পুলিশ লাইন্স ড্রিলসেডে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষা চলাকালীন তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মানিকগঞ্জের দৌলতপুরের তালুকনগর এলাকা বাবু খানের চাকরি প্রত্যাশী মো.শামীম খান (১৯), মতিন খানের মো.ইসমাইল হোসেন খান (১৮) এবং নাজিমুদ্দিন খানের মো.নাজমুল ইসলাম খান (১৮)।
পুলিশ জানায়, গত ২২ নভেম্বর মানিকগঞ্জ পুলিশ লাইন্স ড্রিলসেডে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় পুলিশের চাকরি দেওয়ার শর্তে প্রতারক নজরুল ইসলাম চাকরি প্রত্যাশী মো.শামীম খান ও ইসমাইল হোসেন খানের সঙ্গে ২০ লাখ করে চুক্তি করে। সে মোতাবেক মো. শামীম খানের কাছ থেকে ২০ হাজার এবং ইসমাইল হোসেন খানের কাছ থেকে ৫০ হাজার টাকা আগাম নেন প্রতারক নজরুল ইসলাম। এরপর লিখিত পরীক্ষায় প্রক্সির মাধ্যমে মো.শামীম খান ও ইসমাইল হোসেন খানকে পাশ করানো হয়। এছাড়া চাকরি দেওয়ার শর্তে প্রতারক নজরুল ইসলাম ও সাইফুল ইসলাম ইনজাল চাকরি প্রত্যাশী নাজমুল হোসেন খানের সঙ্গে ১৬ লাখ টাকা চুক্তি করে এবং নগদ ২০ হাজার টাকা নিয়ে প্রক্সির মাধ্যমে নাজমুল হোসেন খানের লিখিত পরীক্ষায় পাস করানো হয়।
আরও পড়ুন: সিলেটে ৩৭৫৫০ পিস ইয়াবা জব্দ, নারীসহ গ্রেপ্তার ২
পুলিশ আরো জানায়, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের লিখিত পরীক্ষায় উর্ত্তীণ হয়ে শুক্রবার সকালে মানিকগঞ্জ পুলিশ লাইন্স ড্রিলসেডে তাদের মৌখিক (ভাইবা) পরীক্ষার অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষার সময় জিজ্ঞাসাবাদের বোর্ড সদস্যদের কাছে অসামঞ্জস্য মনে হলে বোর্ড সদস্যরা তাদেরকে পর্যবেক্ষণ করেন এবং পর্যবেক্ষণ সন্দেহজনক হওয়ায় এক পর্যায়ে গ্রেপ্তার তিন প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদে প্রক্সিতে পাস করার বিষয়টি স্বীকার করেন। একই সঙ্গে প্রতারক নজরুল ইসলাম ও সাইফুল ইসলাম ইনজালের সঙ্গে চুক্তির বিষয়টিও পুলিশকে জানান।
এবিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম আমান উল্লাহ জানান, এঘটনায় চাকরি প্রত্যাশী শামীম খান, সাইফুল হোসেন খান,নাজমুল ইসলাম এবং প্রত্যারক নজরুল ইসলাম ও সাইফুল ইসলাম ইনজালসহ অজ্ঞাত ৫জনকে আসারি করে এসআই লিটন বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেছে। আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
আরও পড়ুন: রাবিতে সার্টিফিকেট তুলতে এসে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
৩ দিন আগে