জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন
ঢাকায় ইরানি চলচ্চিত্র উৎসব শুরু ৩ ডিসেম্বর
আর একদিন পরই ঢাকায় শুরু হচ্ছে ইরানি চলচ্চিত্র উৎসব।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আগামী মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা ১১টায় এ্ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
এই চলচ্চিত্র উৎসব চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম।
এছাড়া অনুষ্ঠানে থাকবেন বাংলাদেশে ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি এবং ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মির মুহাম্মদী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান ড. শাহ মোহাম্মদ নিস্তার খান কবিরসহ আরও অনেকে।
উদ্বোধনী দিনে প্রদর্শন করা হবে ইবরাহিম হাতামি কিয়া পরিচালিত বডিগার্ড।
উৎসবের অন্য দিনে ইরানের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মাজিদ মাজিদির দি চিল্ড্রেন অব হ্যাভেন, দি সংস অব স্প্যারো, দি কালার অব প্যারাডাইস, আব্বাস কিয়ারোস্তামির টেস্ট অব চেরি এবং সাইফুল্লাহ দাদ পরিচালিত চলচ্চিত্র দি সারভাইভার দেখানো হবে।
২ সপ্তাহ আগে