ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন
‘শ্রম শিল্পে অস্থিরতা সৃষ্টিতে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে’
শ্রম শিল্পে অস্থিরতা সৃষ্টিতে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, মালিক কিংবা শ্রমিক যেই জড়িত থাকুক, তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।
রবিবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর ঢাকা উত্তর সিটি করপোরেশনের সভাকক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিজিএমইএ প্রশাসক, গার্মেন্টস মালিক পক্ষ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তাগণের সমন্বয়ে এক সভায় শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এ কথা বলেন।
আরও পড়ুন: ভারতীয় মিডিয়ার ভুল প্রচারণার বিরুদ্ধে সত্য দিয়ে লড়াই করুন: প্রধান উপদেষ্টার প্রেস সচিব
উপদেষ্টা বলেন, কল কারখানা ও শ্রম শিল্পে দুর্বৃত্তায়ন বন্ধে সরকার বদ্ধ পরিকর। অস্থিরতার সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে কঠিন আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের শাস্তির আওতায় আনা হবে।
শ্রমঘন এলাকায় অস্থিরতা নিরসনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়, বিজিএমইএ, টুরিস্ট পুলিশ ও অনান্য আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করছে বলেও এসময় জানান তিনি।
৩ সপ্তাহ আগে