অবৈধভাবে মাছ ধরা
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে মাছ ধরার সময় ৬ জেলে আটক
কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের বড়ভিটার চর এলাকায় ইলেকট্রিক শক মেশিন দিয়ে মাছ ধরার সময় ছয় জেলেকে আটক করেছে পুলিশ। এ সময় দুটি ইলেকট্রিক মেশিন জব্দ করা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) সকালে আটক জেলেদের চিলমারী মডেল থানায় হস্তান্তর করেছে নৌবন্দর থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের পরিদর্শক ইমতিয়াজ কবির।
আরও পড়ুন: নৌকাসহ ১৮ বাংলাদেশি জেলেকে আটক করেছে মিয়ানমার
আটকরা হলেন- চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ওয়ারী এলাকার শ্রী শ্রী মিলন চন্দ্র দাশ (৪১), নয়ন চন্দ্র দাশ (৩২), একই ইউনিয়নের ফকিরেরভিটা এলাকার মিলন মিয়া (৩৫) ওই ইউনিয়নের শিমুলতলি বাধ এলাকার আবু বকর সিদ্দিক (২৪) ফকিরেরভিটা এলাকার সাদ্দামসহ (৩০) ফুলবাড়ী উপজেলার দক্ষিণ বড়ভিটা জেলে পাড়া এলাকার শ্রী চন্দন কুমার বিশ্বাস (৩২)।
এর আগে রবিবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে ছয়জন জেলেকে আটক করে। এ সময় মাছ ধরার কাজে ব্যবহৃত দুইটি মেশিনও জব্দ করা হয়।
চিলমারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব জানান, আটক ছয় জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা প্রক্রিয়াধীন। মামলা সম্পন্ন হলে আসামিদের কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।
আরও পড়ুন: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৬ জেলেকে আটক
৩৬৮ দিন আগে