গলাকাটা লাশ
গাজীপুরে অজ্ঞাত নারীর গলাকাটা লাশ উদ্ধার
গাজীপুরে সদর উপজেলার মেম্বারবাড়ি পাঁচপীর মাজার এলাকার আম বাগান থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার সকালে অজ্ঞাত পরিচয়ের ওই নারীর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলের মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন: হিলি স্থলবন্দরে ৬দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম খলিল বলেন, সকালে আনুমানিক ৪০ বছর বয়সী ওই নারীর গলাকাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আরও বলেন, লাশের পাশে একটি চাকু পাওয়া গেছে এবং নিহতের বিস্তারিত কোনো পরিচয় জানা যায়নি। কী কারণে কারা তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হবে এবং নিহতের পরিচয় শনাক্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।
এছাড়া পিবিআইসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান তিনি।
আরও পড়ুন: শ্রীলঙ্কা ভ্রমণ গাইড: যাওয়ার উপায়, জনপ্রিয় স্থান ও খরচ
অটিজম কী? অটিজম সচেতনতা ও সহমর্মিতা কেন জরুরি?
৮ মাস আগে
নরসিংদীতে নিজ ঘর থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার
নরসিংদীর পলাশে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার চরনগরদী এলাকায় নিজ ঘরের একটি খাটের উপর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত দেলোয়ারা বেগম মৃত মালেক দেওয়ানের স্ত্রী।
আরও পড়ুন: পাবনায় ২ ট্রেনের সংঘর্ষ, ৭ ঘণ্টা পর চলাচল শুরু
স্থানীয়রা জানান, মঙ্গলবার তার শোবার ঘরের বিছানায় গলাকাটা লাশ দেখতে পান প্রতিবেশীরা। পরে পুলিশে খবর দিলে পলাশ থানা পুলিশ এবং পিআইবি পুলিশ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহতের সন্তানদের অভিযোগ, প্রতিবেশী হাবিল মিয়ার পরিবারের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে তাদের। এ নিয়ে আদালতে একাধিক মামলাও রয়েছে। তারাই এই ঘটনা ঘটনা ঘটাতে পারে।
পশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন বলেন, পরিবারের পক্ষ থেকে প্রাপ্ত তথ্য এবং অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: কক্সবাজারে নিজ ঘর থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার
ভারত থেকে ৪ চালানে ১০০০ মেট্রিক টন আলু আমদানি
৮ মাস আগে
নাটোরে স্বাস্থ্যকর্মীকে গলা কেটে হত্যা
নাটোরের লালপুরে মাহমুদা শারমিন বিথি (৩২) নামে এক স্বাস্থ্যকর্মীকে গলা কেটে হত্যা করেছে দুবৃত্তরা।
পুলিশ জানায়, লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকার একটি বেসরকারি জেনালের হাসপাতালে স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত ছিলেন বিথি।
বৃহস্পতিবার রাতে ডিউটি শেষে বরমহাটী গ্রামে তার বাড়িতে ফেরার পথে নিখোঁজ হন তিনি। সকালে পৌর এলাকার তোফাকাটা মোড়ে রাস্তার পাশের একটি ডালের জমিতে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে কৃষি শ্রমিকরা পুলিশে খবর দেন।
পরে পুলিশ গিয়ে এলাকাটি ঘিরে ফেলে এবং রাজশাহী সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নাটোরে হত্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন
নাটোরে পণ্যবাহী নছিমন আগুন দিয়েছে দুর্বৃত্তরা
১ বছর আগে
ঠাকুরগাঁওয়ে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার
ঠাকুরগাঁও সদরের রুহিয়ায় রিফাত ইসলাম (২০) নামের এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ অক্টোবর) রুহিয়ার চৌপুকুরিয়া এলাকায় একটি ঝোপের পাশে থেকে রিফাতের লাশটি উদ্ধার করা হয়।
নিহত রিফাত ইসলাম ঠাকুরগাঁও সদরের গোয়ালপাড়া এলাকার নুর আলমের ছেলে।
রুহিয়া থানা সূত্রে জানা যায়, সোমবার (১৬ অক্টোবর) রাতে চৌপুকুরিয়া এলাকায় একটি ঝোপের আড়ালে রিফাত ইসলামকে হত্যা করে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
আরও পড়ুন: কুড়িগ্রামে ধানখেত থেকে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার
নিহতের স্ত্রী আশা মনি বলেন, রিফাত দীর্ঘদিন ভাড়া করা অটোরিকশা চালাতেন।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, পুলিশ লাশটি ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
হত্যাকারীদের শনাক্ত ও অটোরিকশা উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: দিনাজপুরের ঘোড়াঘাটে ভ্যান চালকের লাশ উদ্ধার
রানীরবন্দরে কিশোরীর হাত বাঁধা লাশ উদ্ধার
১ বছর আগে
ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর স্ত্রী ও ২ ছেলের গলাকাটা লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক সৌদি প্রবাসীর স্ত্রী এবং তাদের দুই ছেলের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাদের ৯ মাসের কন্যাশিশু অক্ষত রয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চর ছয়ানী এলাকায় এই ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- আইয়ুবপুর ইউনিয়নের চর ছয়ানী এলাকার সৌদি প্রবাসী শাহ আলমের স্ত্রী জেকি আক্তার (৩৫), তার বড় ছেলে মাহিন (১৪) এবং ছোট ছেলে মহিন (৭)।
আরও পড়ুন: রানীরবন্দরে কিশোরীর হাত বাঁধা লাশ উদ্ধার
এ সময় তিনজনকে গলাকাটা মৃত অবস্থায় পাওয়া গেলেও খাটে অক্ষত অবস্থায় শুয়েছিল শিশু অজিহা।
অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম বলেন, জেকি আক্তার তার দুই ছেলে ও ৯মাস বয়সী কন্যাশিশুকে নিয়ে বাড়িতে থাকতেন। জেকির স্বামী শাহ আলম সৌদি আরব প্রবাসী। মঙ্গলবার সকালে গৃহকর্মী এসে বিল্ডিংয়ের গেট বন্ধ দেখে অনেক ডাকাডাকি করেন। পরে স্বজনেরা দরজা ভেঙে ভেতরে ঢুকে ঘরের মেঝেতে জেকি ও তার বড় ছেলের গলাকাটা লাশ পড়ে থাকতে এবং পাশের একটি বাথরুমে ছোট ছেলের লাশ পড়ে থাকতে দেখে। তবে, শাহ আলমের কন্যাশিশু অজিহাকে বিছানার উপরে অক্ষত অবস্থায় পাওয়া যায়।
তিনি আরও জানান, পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে কাজ শুরু করেছে। এখনও সন্দেহজনক কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি বলেন, প্রাথামিকভাবে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। কোনো চুরি-ডাকাতি করার জন্য এই ঘটনা ঘটেছে বলে হচ্ছেনা। তারপরেও কোনো বিষয় আমরা বাদ দিচ্ছি না। সবকিছু মাথায় রেখেই আমাদের তদন্ত চলছে।
এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার
দিনাজপুরের ঘোড়াঘাটে ভ্যান চালকের লাশ উদ্ধার
১ বছর আগে
গাজীপুরে অটোচালক ও বয়াতির গলাকাটা লাশ উদ্ধার
গাজীপুরে আমিনুল ইসলাম নামে এক অটোচালক ও আমির হামজা নামে এক বয়াতিকে গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে।
শনিবার দিবাগত রাতে কোনাবাড়ি থানার আমবাগ আতাউর মার্কেটসংলগ্ন বারেক রোড মোড়ে এবং কালিয়াকৈর উপজেলার মৌচাক কলাবাধা এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহত আমিনুল ইসলাম ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার জোড়বাড়িয়া গ্রামের মৃত সাহা আলীর ছেলে।
তিনি কোনাবাড়ি আমবাগ আতাউর মার্কেট এলাকায় দুলালের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থেকে অটোরিকশা চালাতেন।
নিহত আমির হামজা বিভিন্ন স্থানে গান বাজনা করে সংসার চালাতেন। এলাকাবাসী বয়াতি হিসেবে চেনেন তাকে।
আরও পড়ুন: গাজীপুরে বাসচাপায় পোশাক শ্রমিক নিহত
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে বারেক রোড মোড়ে রাস্তার উপর আমিনুলকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যার পর পালিয়ে যায়।
স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন হিসেবে রানা ও রোমান নামের দুজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অন্যদিকে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক কলাবাধা এলাকা থেকে আমির হামজা নামে এক ব্যক্তির গলাকাটা লাশ নিজের বসত ঘর থেকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে যেকোনো সময় নিজ বসত ঘরে আমির হামজাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে রবিবার সকালে হাসপাতাল মর্গে পাঠায়।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শহীদুল ইসলাম জানান, নেশাগ্রস্ত হওয়ায় এবং গান বাজনার সঙ্গে জড়িত থাকায় আমির হামজার স্ত্রী সন্তানদের নিয়ে টাঙ্গাইলে থাকেন।
তিনি বলেন, এ কারণে নিজ ঘরে একা ঘুমাতেন আমির হামজা। কী কারণে কারা তাকে হত্যা করেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, এ ব্যাপারে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: ‘আপত্তিকর ফেসবুক পোস্ট’ দেওয়ার অভিযোগে গাজীপুরে ছাত্রদল নেতা গ্রেপ্তার
গাজীপুরের টঙ্গীতে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার
১ বছর আগে
গাজীপুরের টঙ্গীতে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার
গাজীপুরের টঙ্গীতে মানসুরা খাতুন নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুরা পশ্চিমপাড়া লোকমানের বাড়ির পূর্বপাশের একটি পরিত্যক্ত ডোবা থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।
নিহত মানসুরা গাজীপুর জেলার জয়দেবপুর থানার পিরুজালী উত্তরপাড়া গ্রামের মৃত জাহাঙ্গীর মিয়াজীর মেয়ে। তিনি গাজীপুরা পশ্চিমপাড়া কবির হোসেনের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে হুপলুন পোশাক কারখানায় চাকরি করতেন। এবং বাসায় বাসায় গিয়ে শিশুদের গান ও নৃত্য শেখাতেন।
আরও পড়ুন: সীতাকুণ্ডে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে গাজীপুরা পশ্চিমপাড়া লোকমানের বাড়ির পূর্বপাশের পরিত্যক্ত ডোবায় একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিকেল তিনটার দিকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যা রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করল পিবিআই
চট্টগ্রামে স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার
১ বছর আগে
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প থেকে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০ এইচ/২৫ ও ২৭ ব্লকের মধ্যবর্তী একটি পানি চলাচলের নালা থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলিতে ৫ রোহিঙ্গা নিহত
নিহত মুজিবুর রহমান (১৭) ক্যাম্প-৮ ওয়েস্ট ব্লক এ/৪৬ এর ওবায়দুল হকের ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহাম্মদ আলী বলেন, শনিবার নালায় এক যুবকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরবর্তীতে তারা ক্যাম্প মাঝিদের জানালে মাঝিরা পানবাজার ৮ এপিবিএনকে জানায়।
এপিবিএনের দেওয়া খবরে আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। আশপাশের রোহিঙ্গারা লাশটি ক্যাম্প-৮ ওয়েস্ট ব্লক এ/৪৬ এর মুজিব বলে শনাক্ত করে।
তিনি আরও বলেন, কে বা কারা এই হত্যাকাণ্ডে জড়িত তা এখনো কেউ নিশ্চিত হতে পারেনি। সুরতহাল তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ
উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মা-মেয়ে নিহত
১ বছর আগে
ময়মনসিংহে নিজ ঘরে কৃষকের গলাকাটা লাশ, অজ্ঞান অবস্থায় স্ত্রী ধানখেতে
ময়মনসিংহের মুক্তাগাছায় নিজ বসতঘর থেকে এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহত নিহত কৃষক মো. শাহজাহানের (৫০) স্ত্রী রাশিদা বেগমকে (৪২) অজ্ঞান অবস্থায় বাড়ির পাশের ধানখেতে পাওয়া যায়।
শনিবার (১০ জুন) সকালে উপজেলার মানকোন ইউনিয়নের ঘাটুরী গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: টঙ্গীতে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
স্থানীয়রা জানান, নিহত শাহজাহান পাঁচ সন্তানের জনক। দুই বছর আগে তার প্রথম স্ত্রী মৃত্যুর বছর খানেক পর দ্বিতীয় বিয়ে করে সংসার শুরু করে। গত রাতে কোন এক সময় তাকে কেউ ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করে।
এছাড়া তার স্ত্রী আহত অবস্থায় ধানক্ষেতে পড়েছিল। পরে আহত অবস্থায় তার স্ত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রতিবেশী হাসমত আলী জানান, নিহত শাহজাহান ও তার ভাইদের মধ্যে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ ছিল। আজ (শনিবার) এই নিয়ে আলোচনায় বসার কথা ছিল।
এছাড়াও এই বাড়িতে একজন কবিরাজের যাতায়াত ছিল। গতরাতেও কবিরাজকে আসতে দেখা যায়।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।
তদন্ত শেষে হত্যাকাণ্ডের কারণ জানা যাবে।
আরও পড়ুন: জয়পুরহাটে একই শাড়িতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বুড়িগঙ্গা নদী থেকে স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার
১ বছর আগে
ময়মনসিংহে হোটেল থেকে তরুণীর গলাকাটা লাশ উদ্ধার
ময়মনসিংহ নগরীর বড় বাজার এলাকার ‘নিরালা রেস্ট হাউজ’ থেকে অজ্ঞাতপরিচয় বিশ বছরের এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
শনিবার (১৮ মার্চ) বিকালে নগরীর বড় বাজার এলাকার নিরালা রেস্ট হাউজ থেকে এই লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রেস্ট হাউজ মালিক মো. মূসাকে আটক করেছে আইনশৃঙ্খলা রাক্ষাকারী বাহিনীটি।
আরও পড়ুন: দিনাজপুরে বাড়ির উঠান থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করে জানান, গত ১৪ মার্চ অজ্ঞাত এক তরুণ-তরুণী ভুয়া নাম ঠিকানা ও পরিচয় দিয়ে নিরালা রেষ্ট হাউজে উঠে। এরপর ওই তরুণীটিকে গলাকেটে হত্যা করে লাশ বাথরুমে রেখে পালিয়ে যায় তরুণ।
তিনি জানান, শনিবার গেস্ট হাউজের এক কর্মী ওই কক্ষটি পরিষ্কার করতে গিয়ে দেখে বাথরুমে গলাকাটা অবস্থায় ওই তরুণীর লাশ পড়ে রয়েছে। এমন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। তবে যে নাম-পরিচয় ও ঠিকানা ব্যবহার করে তারা রেস্ট হাউজে উঠেছিল, তা যাচাই-বাছাঁই করা হচ্ছে।
আরও পড়ুন: চিরিরবন্দরে স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার
কুড়িগ্রামে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক
১ বছর আগে