বাংলাদেশের মানুষ
জাতি ঐক্যবদ্ধ থাকলে সাম্রাজ্যবাদী শক্তি বাংলাদেশের মানুষকে পরাজিত করতে পারবে না: মামুনুল হক
ভারতের সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব বলেছেন, অন্তর্বর্তী সরকার, আলেম সমাজ ও সব রাজনৈতিক দলসহ সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছে।
জাতি ঐক্যবদ্ধ থাকলে যত বড় সাম্রাজ্যবাদী শক্তি হোক না কেন বাংলাদেশের মানুষকে পরাজিত করতে পারবে না বলে জানান মামুনুল হক।
শুক্রবার (৬ ডিসেম্বর) নওগাঁর আমতলী মোড় জামে মসজিদ এলাকায় তাফসিরুল কোরআন ও শানে রিসালাত সম্মেলনে এই আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: জনগণ বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে: যুবদল সভাপতি
মামনুল হক বলেন, ভারতের সাম্রাজ্যবাদের সূচনা হয়েছিল ১৯৭২ সালের সংবিধানের মাধ্যমে। এজন্য এই সরকারকে বাংলাদেশ থেকে ভারতীয় সংবিধান বাতিল করতে হবে। তাহলে ফ্যাসিবাদের শিকড় উপড়ে যাবে। আর কোনো দিন তারা বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না।
সংবিধান সংস্কারে যে যার মতো করে মতামত দিচ্ছে উল্লেখ্য করে মামুনুল হক বলেন, আমরা তৌহিদি জনতার পক্ষে স্পষ্ট মতামত দিতে চাই।
তিনি আরও বলেন, বাংলাদেশে কোরআন-সুন্নাহবিরোধী কোনো আইন থাকবে না। যদি কোরআন সুন্নাহবিরোধী কোনো আইন থাকে তাহলে সেই আইনকে প্রতিহত করার জন্য যুদ্ধের প্রয়োজন হলেও আলেম সমাজ প্রস্তুত।
আরও পড়ুন: ভারত অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ড. খন্দকার মোশাররফ
২ সপ্তাহ আগে
বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়: নৌপরিবহন উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারত আমাদের বন্ধুপ্রতীম দেশ। তাই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো হওয়ার কথা।
সোমবার (২ ডিসেম্বর) সকালে এ পাসিং আউট প্যারেড অনুষ্ঠান শেষে সাংবাদিকদের নৌপরিবহন উপদেষ্টা এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ কিন্তু ভারত বিরোধী নয়। তাই আমরা আশাকরি আমাদের সঙ্গে যতটুকু ভুল বোঝাবুঝি আছে সেটা দূর হবে।
উপদেষ্টা বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে আমি মনে করি আমাদের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক থাকার কথা। একটা দেশের সঙ্গে দেশের, মানুষের সঙ্গে মানুষের হয়, কে ক্ষমতায় থাকলো না থাকলো সেটা বড় কথা নয়।
এছাড়া আমরা সবসময় ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করার জন্য তৈরি বলে জানান সাখাওয়াত হোসেন।
আরও পড়ুন: ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও স্বাভাবিক সম্পর্ক চায় বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা
তিনি বলেন, কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে। তবে এরমধ্যে পরিকল্পিত ঘটনাই বেশি। বিশেষ করে পোশাক শিল্পের কথা যদি বলি, যেখানে দুই একটিতে মালিক নেই সেখানে সমস্যা হচ্ছে। তবে এরই মধ্যে সরকার এ নিয়ে চেষ্টা করছে এবং কিছু জায়গায় সরকারি কোষাগার থেকে টাকা দিয়ে শ্রমিকদের বেতন দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রচুর ঋণ নিয়েছে ব্যাংক থেকে, আর ঋণ নেওয়ার পর থেকে একটি পয়সাও শোধ করা হয়নি। সেই ধরনের ফ্যাক্টরিকে কি করা হবে তা নিয়ে আলোচনা হয়েছে। সরকার কী পদক্ষেপ নিচ্ছে এ বিষয়ে আশা করি দ্রুত আপনারা জানতে পারবেন।
উপদেষ্টা বলেন, আইন প্রয়োগকারী সংস্থা আরও প্রোঅ্যাকটিভ হবেন এবং হচ্ছে। আমরা মনে করি দুষ্কৃতকারীদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হবে।
নির্বাচন নিয়ে তিনি বলেন, এটা নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন। সংস্কার প্রক্রিয়া চলছে, তাই এটি শেষ হলে বিশদ আলোচনা করা যাবে। আর নির্বাচন কমিশনই বলতে পারবে সংস্কার কাজ শেষে কখন কি করা যাবে।
এছাড়া নতুন নির্বাচনকে কাজ করতে দেওয়া উচিত বলে জানান নৌপরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।
ইসকন নিয়ে তিনি বলেন, যাকে নিয়ে এত হইচই তার সঙ্গে কোনো সম্পর্ক না থাকার কথা ইসকন নিজেরাই বলেছে। আর আমি যেটা মনে করি আমরা সবাই বাংলাদেশি সেটাই আমাদের পরিচয়, সেটা যে ধর্মেরই হোক।
তবে কেউ কেউ ধর্মকে ব্যবহার করছে, এটা দেশের জন্য শুভকর নয় বলেও জানান নৌপরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।
আরও পড়ুন: ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে ব্যাপক অপপ্রচার-মিথ্যা প্রচারণা চালাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
২ সপ্তাহ আগে