অটোভ্যান ছিনতাই
ঘোড়াঘাটে চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই
দিনাজপুরের ঘোড়াঘাটে চালককে গলায় গামছা পেচিয়ে হত্যা করে তার ব্যাটারিচালিত ভানটি (অটোভ্যান) ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে ওই চালকের লাশ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ।
নিহত ভ্যানচালক ভবেন চন্দ্র দাস (৫৫) উপজেলার কালিপাড়া গ্রামের মৃত কালিদাস চন্দ্রের ছেলে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, সোমবার (২ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন ভবেশ। সারা রাত তার কোনো খবর পাননি স্বজনরা। মঙ্গলবার সকালে বাড়ি থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে বলগাড়ীবাজার এলাকায় কায়সারুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ির পাশে তার লাশ পাওয়া যায়।
পুলিশের ধারণা, গলায় গামছা পেচিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে। অটোভ্যানটি নিয়ে দুর্বৃত্তরা পালিয়েছে।
২ সপ্তাহ আগে