ফোরম্যান
ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে ফোরম্যানের লাশ উদ্ধার
ময়মনসিংহ নগরীর নওমহল এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে রমজান আলী (২৪) নামে এক ফোরম্যানের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
নিহত রমজান আলী নীলফামারী জেলার জলঢাকা উপজেলার পূর্ববালাক কাশীনাথপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: গোপালগঞ্জে ইজিবাইকচাপায় শিশুর মৃত্যু
এছাড়া রমজান দীর্ঘ ৫ বছর ধরে ময়মনসিংহ নগরীর নওমহল এলাকায় ভবন নির্মাণের কাজ করে আসছিলেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম খান বলেন, ধারণা করা হচ্ছে- পূর্ব শত্রুতার জেরে তাকে খুন করা হয়েছে।
তিনি বলেন, নির্মাণাধীন ভবনটিতে মোট ২৫ জন নির্মাণশ্রমিক কাজ করেন। এদের অভ্যন্তরীণ জেরে ঘটনাটি ঘটতে পারে। এছাড়া ঘটনার রহস্য উদঘাটনে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানা যাবে।
আরও পড়ুন: সিলেটে পানিতে ডুবে শিশুর মৃত্যু
১ সপ্তাহ আগে