ডেভিড আলাবা
ভিনিসিউস-আলাবাকে নিয়ে সুখবর দিল রিয়াল মাদ্রিদ
ফুটবলারদের ফর্মহীনতা ও একে অপরের সঙ্গে সমন্বয়ের অভাবে চলতি মৌসুমের শুরু থেকেই ভুগছে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এর ওপর আবার আছে চোটের ঘা। তবে এতকিছুর মাঝে চোট নিয়ে সমর্থকদের সুখবর দিয়েছে ক্লাবটি।
শনিবার রাতে লা লিগার ম্যাচে জিরোনার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচের উদ্দেশে মাদ্রিদ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে আসেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। সেখানে প্রত্যাশিত সময়ের আগেই ভিনিসিউসের সেরে ওঠার কথা জানান তিনি।
আনচেলত্তি বলেন, ‘এটি আমাদের জন্য একটি ভালো খবর যে ভিনি (ভিনিসিউস) দলে ফিরেছে। আগামাীকালের ম্যাচে তাকে দলে রাখা হচ্ছে না, তবে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে আতালান্তার বিপক্ষে মাঠে নামবে সে।’
আরও পড়ুন: ক্লাব বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত: মুখোমুখি ভিনিসিউস-নেইমার
এছাড়া প্রায় এক বছর মাঠের বাইরে থাকা অস্ট্রিয়ান ডিফেন্ডার ডেভিড আলাবারও ফিরতে আর বেশি দেরি নেই বলে জানান বছর ৬৫ বছর বয়সী এই ইতালিয়ান।
‘সে ইতোমধ্যে অনুশীলনে ফিরেছে, কিন্তু এখনই তার ফেরা হচ্ছে না। আলাবাকে মাঠে দেখতে এই মাসটি অপেক্ষা করতে হবে। জানুয়ারিতে সে অবশ্যই খেলবে।’
চোটাক্রান্ত হওয়ার ৩৫৫ দিন পর শুক্রবার অনুশীলনের ফিরেছেন ডেভিড আলাবা। দীর্ঘদিন ধরে চোটে ভোগায় ৩২ বছর বয়সী এই ফুটবলারকে ছেড়ে দিতে পারে রিয়াল মাদ্রিদ, এমনকি তিনি অবসর নিয়ে নিতে পারেন বলেও গুঞ্জন ছড়ায়। তবে এসব গুঞ্জন উড়িয়ে রিয়ালের জার্সিতেই অনুশীলন শুরু করেছেন তিনি।
আরও পড়ুন: এমবাপ্পেকে নিয়ে রোনালদোর ২ মাস আগের মন্তব্য আলোচনায়
চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের প্রথম পাঁচ ম্যাচের তিনটিতেই হেরে মাত্র ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ২৪তম অবস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। এমন পরিস্থিতিতে চলতি মৌসুমে সব প্রতিযোগিতায় দুর্দান্ত পারফর্ম করে চলা আতালান্তার বিপক্ষে ভিনিসিউসের দলে ফেরা রিয়াল মাদ্রিদের জন্য সত্যিকার অর্থেই স্বস্তিদায়ক।
১ সপ্তাহ আগে