কুটনৈতিক
ভারত কুটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে: দুলু
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র ভারত কূটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে।
শনিবার (৭ ডিসেম্বর) গাবতলী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের মানুষকে উপেক্ষা করে ভারত শুধুমাত্র শেখ হাসিনা ও আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব করেছিল। তাই এদেশের মানুষ আজ ভারতের বিপক্ষে চলে গেছে।
আরও পড়ুন: ‘শেখ হাসিনার সঙ্গে বন্ধুত্বের জন্য ভারত বাংলাদেশের সঙ্গে দুশমনি করছে’
দুলু বলেন, ভ্রান্ত নীতির কারণে নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা ভারতকে ত্যাগ করেছে। শেখ হাসিনার পক্ষে আর ওকালতি না করে ভারতকে তাদের পক্ষ ত্যাগ করে বাংলাদেশের জনগণের পক্ষে আসার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ভারতের আচরণ দাদাগিরির মতো।
তাই বাংলাদেশের মানুষ ৭১-এ পাকিস্তানের দাদাগিরি মেনে নেয়নি, তেমনি ভারতের দাদাগিরিও মেনে নেবে না বলে জানান দুলু।
বিএনপি নেতা শামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে স্মরণ সভায় বিএনপি নেত্রী সাবিনা ইয়াসমিন ছবি, দেওয়ান শাহীনসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।
১ সপ্তাহ আগে