ডাল ছেঁটে লাভ
গাছের শিকড়ে পানি ঢেলে ডাল ছেঁটে লাভ হবে না: মামুনুল হক
হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা মামুনুল হক অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বলেছেন, গাছের শিকড়ে পানি ঢেলে উপরে ডাল ছেঁটে কোনো লাভ হবে না। ডাল ছেঁটে পুরো গাছের ছায়া থেকে মুক্তি পাওয়া সম্ভব না।
তিনি বলেন, আপনারা যা চাচ্ছেন তা বাস্তবায়ন করতে পারবেন না। শুধুমাত্র বৃক্ষের ডাল ছাঁটলে হবে না, পুরো গাছটা উপড়ে ফেলতে হবে।
শনিবার (৭ ডিসেম্বর) বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী নীলার মাঠে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সংবিধানে কোরআন-সুন্নাহবিরোধী আইন ও নীতিমালা করার যে উন্মুক্ত সুযোগ(ওপেন স্পেস) তা বন্ধ করতে হবে।
আরও পড়ুন: বিচারিক দক্ষতা নৈতিক বাধ্যবাধকতা, শুধু প্রশাসনিক লক্ষ্য নয়: প্রধান বিচারপতি
তিনি আরও বলেন, ভারতীয় সংবিধান থেকে পাচারকৃত ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদ দিল্লিতে পাঠাতে হবে। বাংলাদেশের সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতাকে বাতিল করে ঈমানের ধারা ফিরিয়ে আনতে হবে।
মামুনুল এসময় বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আলেম সমাজ ভাড়াটিয়া না, এদেশের মাটি রক্তের বিনিময়ে কিনেছে আলেম সমাজ। তাই কেউ রক্ত চক্ষু দেখালে তা উপরে ফেলা হবে।
এসময় তিনি আওয়ামী লীগের এমন করুন পরিণতির কারণ হিসাবে বলেন, আলেম সমাজকে কখনও দাম দেয়নি আওয়ামী লীগ। ভবিষ্যতে রাজনীতিতে আসলে এটা মাথায় রাখারও পরামর্শ দেন তিনি।
২ সপ্তাহ আগে