ভেঙেছে
নাটোরে আবারও ভেঙেছে রেললাইন
নাটোরের লালপুরে আবারও ভেঙে গেছে রেললাইন। তবে ডবল লাইন থাকায় ট্রেন চলাচল বন্ধ হয়নি।
রবিবার (৮ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে আজিমনগর রেলস্টেশন ও আব্দুলপুর জংশনের মধ্যবর্তী বিহারি পাড়া এলাকায় রেললাইন ভেঙে যায়।
স্থানীয়রা জানান, আজিমনগর রেল স্টেশন ও আব্দুলপুর জংশনের মধ্যবর্তী বিহারি পাড়া এলাকায় রেললাইনে মাঝের একটি বেল ভেঙে প্রায় আধা ইঞ্চি ফাঁক হয়ে গেছে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা আব্দুলপুর জংশন কর্তৃপক্ষকে জানায়।
আরও পড়ুন: নাটোরের লালপুরে রেললাইন ভেঙে গেছে
আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার জিয়া উদ্দিন মাহমুদ বলেন, রেললাইনে ফাটলের বিষয়টি জানার পর রেলওয়ে শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করি। শ্রমিকরা রেললাইনের মেরামতের কাজ করছেন। তবে ডবল লাইন থাকায় ট্রেন চলাচল বন্ধ হয়নি, বিকল্প পথে ট্রেন আসা-যাওয়া করছে।
গত মাসেও বিহাড়িপাড়া এলাকায় রেললাইন ভেঙে গিয়েছিল বলে জানান স্টেশন মাস্টার জিয়া।
১ সপ্তাহ আগে