কৃষিগুচ্ছভুক্ত
দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু
কৃষিগুচ্ছভুক্ত দেশের নয়টি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সিনিয়র উপপরিচালক খলিলুর রহমান।
কার্যক্রমটি সোমবার (৯ ডিসেম্বর) থেকে শুরু হয়ে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানিয়েছেন খলিলুর রহমান।
এবার কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে মোট আসন রয়েছে ৩ হাজার ৭১৮টি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে ১ হাজার ১১৬টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭০টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩৫টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ৬৯৮টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৮টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে আসনসংখ্যা ৮০টি।
উল্লেখ্য, ৭৫ হাজার ১৭ জন ভর্তি-ইচ্ছু এবারের ভর্তি পরীক্ষার জন্য আবেদন করলেও পরীক্ষায় অংশগ্রহণ করেন ৫১ হাজার ৮৩৬ জন।
১ সপ্তাহ আগে