রেল ব্রিজ
নাটোরের রেল ব্রিজের নিচ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
নাটোরের বাগাতিপাড়ায় রেল ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার টেটনপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে বলে ধারণা পুলিশের।
এলাকাবাসী জানায়, সোমবার সকালে বাগাতিপাড়া উপজেলার টেটনপাড়া এলাকায় রেল ব্রিজের নিচে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় কৃষকরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক জানান, লাশটির পরিচয় নিশ্চিত হতে পিবিআই কাজ করছে।
আরও পড়ুন: কীর্তনখোলায় স্পিডবোট ডুবে নিখোঁজ আরও ৩ জনের লাশ উদ্ধার
১ সপ্তাহ আগে