ঈদুল ফিতর ২০২৫
ঈদুল ফিতর ২০২৫-এ ছোট পর্দার ঈদ আয়োজন: মুক্তির অপেক্ষায় শীর্ষ ১০টি নাটক
বসন্তের উৎসবমুখরতা ও ঈদুল ফিতর; এ দুয়ে মিলে শুরু হচ্ছে জমকালো আয়োজন। চাঁদ রাত থেকে শুরু করে ঈদুল ফিতর ২০২৫-এ পুরো সপ্তাহ জুড়ে বিনোদনসূচীতে ইতোমধ্যে যুক্ত হয়েছে দারুণ কিছু নাটক। রোমান্টিক ঘরানাকে সামনে রেখে এই নাটকগুলোতে দেখা মিলবে জীবনমুখী ও পারিবারিক জনরার মেলবন্ধন। দর্শকদের চমক দিতে থ্রিলার ও সিরিয়াস ড্রামার মতো কিছু ভিন্ন পরিবেশনাও রয়েছে। তবে সবকিছুকে ছাপিয়ে নাট্যপ্রেমিদের উদ্দীপনার খোরাক যোগাচ্ছে প্রিয় তারকাদের অভিনয় দেখার আগ্রহ। চলুন, এবারের ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শীর্ষ ১০টি নাটকের ব্যাপারে জেনে নেওয়া যাক।
ঈদুল ফিতর ২০২৫-এ যে ১০টি নাটক দর্শকনন্দিত হওয়ার অপেক্ষায়
.
ভুল সবই ভুল
সমূহ যাচাই-বাছাইয়ের পর বিয়ের পরেই শুরু হলো যত বিড়ম্বনা। নব দাম্পত্য জীবনের এমনি খুটিনাটি নানা বিড়ম্বনা নিয়ে হাস্যকৌতুকে ভরপুর নাট্যরঙ্গ ‘ভুল সবই ভুল’। ইমদাদ বাবুর গল্প ও চিত্রনাট্যে এর পরিচালনা করেছেন মাসরিকুল আলম।
শ্রেষ্ঠাংশে রয়েছেন বর্তমান সময়ে ছোট পর্দার প্রথম সারির জনপ্রিয় জুুটি অপূর্ব-সাবিলা নূর। পাশাপাশি বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন মিলি বাশার, সমু চৌধুরী, বাপ্পী আশরাফ, শামীমা নাজনীন, ও সুষমা সরকার।
গোল্লাছুট নিবেদিত নাটকটি সম্প্রচারিত হবে ঈদের ৪র্থ দিন রাত ১০:২০ মিনিটে মাছরাঙা চ্যানেলে। পরবর্তীতে এটি মাছরাঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেল থেকেও প্রকাশ করা হবে।
আরো পড়ুন: ২০২৫ সালের রূপালি পর্দায় সুপারহিরোদের রোমাঞ্চকর অভিযান
কোন এক বসন্ত বিকেল
জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ অভিনীত বিশেষ এই নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। কাজী মিডিয়া লিমিটেড প্রযোজিত নাটকটি রচনায় রয়েছেন রহমান মোস্তাফিজ পাভেল।
শুরুটা স্নিগ্ধ এক সম্পর্কের মাধ্যমে হলেও ধীরে ধীরে হাল্কা হাস্যরসের আঙ্গিকে নাটকে যুক্ত হয় জীবনবোধ। সেই সাথে থাকে দারিদ্র্যের দুর্দশা নিয়ে নিরঙ্কুশ বার্তা।
অপূর্ব-ফারিণ জুটির পাশাপাশি এখানে বিভিন্ন চরিত্রে দেখা যাবে নরেশ ভূঁইয়া, মাসুম বাশার, ও বাশার বাপ্পীকে।
নাটকটি মুক্তি দেওয়া হবে দীপ্ত টিভি ও দীপ্ত নাটক ইউটিউব প্ল্যাটফর্মে।
আরো পড়ুন: গৌরী স্প্রাট কে? আমির খানের বান্ধবী, বেঙ্গালুরু-ভিত্তিক উদ্যোক্তা
এক ধ্রুবতারা
প্রণয় ও হাস্যরসে ভরপুর দীপ্ত নেটওয়ার্কের আরও একটি নাটক ‘এক ধ্রুবতারা’, যার শ্রেষ্ঠাংশে আছেন অপূর্ব ও ফারিণ। এই নাটকেরও নির্দেশনায় রয়েছেন সৈয়দ শাকিল।
অন্যান্য সহশিল্পীরা হলেন মিলি বাশার, সাবেরী আলম, সমাপ্তি মাশুক, আলমগীর হোসেন, ও তমাল মাহবুব।
কাজী মিডিয়া লিমিটেড প্রযোজিত নাটকটি দীপ্ত টিভিতে দেখানো হবে ঈদের দিন সন্ধ্যা ৭টায়।
মাকড়সা
রেবেকা সুলতানা কেয়ার গল্পে নির্মিত এই নাটকটি হতে যাচ্ছে এবারের ঈদের এক ভিন্ন পরিবেশনা। নাটকের চিত্রনাট্য ও নির্দেশনায় আছেন রাগিব রাইহান পিয়াল।
কেন্দ্রিয় চরিত্রে রয়েছেন সাবিলা নূর এবং শ্যামল মাওলা। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে জুটি হিসেবে কাজ করছেন এই দুই তারকা।
আরো পড়ুন: ‘কৃশ ৪’-এর বিশাল বাজেটে অনিশ্চিত বিনিয়োগ, কেন সরে দাঁড়ালেন রাকেশ রোশান
চরিত্রগুলোর মানসিক টানাপোড়েন, গল্পের অপ্রত্যাশিত মোড় আর ক্লাইম্যাক্সের চমক এক নতুন অভিজ্ঞতার সঞ্চার করবে।
সাসপেন্স ও থ্রিলার গল্প নির্ভর নাটকটি দেখা যাবে দীপ্ত নেটওয়ার্কের টিভি ও ইউটিউব চ্যানেলে।
মেঘবালিকা
ভ্যালেন্টাইন মৌসুমে ‘মন দুয়ারী’র ব্যাপক সাফল্যের ধারাবাহিকতায় এই ঈদে আবারও জুটি বাঁধছেন অপূর্ব ও নাজনীন নাহার নিহা। এই জুটিকে নিয়ে জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় আসছে নতুন নাটক ‘মেঘবালিকা’।
নাটকের প্রধান দুই চরিত্র আবিদ ও নায়লা। আবিদ শুধু নায়লার বড় ভাইয়েরই বন্ধু নয়, তাদের পারিবারিক বন্ধুও। নায়লার বাবা-মা ও ভাই আবিদকে নিজেদের পরিবারের একজন হিসেবে মনে করে। কিন্তু বিড়ম্বনা বাধে যখন নায়লা পাগলের মতো প্রেমে পড়ে যায় আবিদের। আর এই পাগলামী আবিদের সাথে তাদের পারিবারিক সম্পর্ককে ফেলে দেয় হুমকির মুখে।
আরো পড়ুন: ঈদুল ফিতর ২০২৫-এ ঢালিউডে মুক্তির অপেক্ষায় যে সকল বাংলাদেশি সিনেমা
নাটকের অন্যান্য অভিনয় শিল্পীরা হলেন সমাপ্তি মাশুক, সমু চৌধুরী, এবং মিলি বাশার।
নাটকটি দেখতে হলে চোখ রাখতে হবে ধূপছায়া এন্টারটেইনমেন্টের ইউটিউব প্ল্যাটফর্মে।
২৫১ দিন আগে
ঈদুল ফিতর ২০২৫-এ ঢালিউডে মুক্তির অপেক্ষায় যে সকল বাংলাদেশি সিনেমা
বাণিজ্যিক ঘরানার পাশাপাশি অভিনব গল্প ও আধুনিক চিত্রনাট্যে সমৃদ্ধ সিনেমা সাদরে গ্রহণ করেছে বাংলাদেশি চলচ্চিত্রপ্রেমিরা। বিশেষ করে ঈদ উৎসবে এখনও সিনেমা হলগুলোতে থাকে দর্শকদের উপচে পড়া ভিড়। সেই ধারাবাহিকতায় ২০২৫ সালের ঈদুল ফিতরেও নানান উদ্দীপনার খোরাক যোগাচ্ছে নতুন কিছু ছবি। চলুন, এক নজরে দেখে নেওয়া যাক আসন্ন ঈদে ২০২৫ ঈদুল ফিতরে ঢালিউডে মুক্তি পাচ্ছে যে সকল চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় থাকা চলচ্চিত্রগুলো।
২০২৫ ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে যে সকল বাংলাদেশি চলচ্চিত্র
.
বরবাদ
ঢালিউড সুপারস্টার শাকিব খান ও কলকাতার ইধিকা পল জুটির এই দ্বিতীয় কাজটি নিয়ে ইতোমধ্যে চলচ্চিত্র পাড়ায় বেশ হৈচৈ চলছে। এর আগে প্রিয়তমা (২০২৩)-তে বেশ সাড়া ফেলেছিলো এই জুটি। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ভারতের যীশু সেনগুপ্তের যুক্ত হওয়া ছবিটির প্রতি আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে। একটি আইটেম গানে ক্যামিও চরিত্রে থাকবেন কলকাতার আরেক তারকা নুসরাত জাহান-কে।
রোমান্টিক অ্যাকশন থ্রিলারটি পরিচালনার মধ্য সিনেমা নির্মাণে পদার্পণ করেন মেহেদী হাসান হৃদয়। প্রযোজনায় রয়েছেন শাহরিন আক্তার সুমি (রিয়েল এনার্জি প্রোডাকশন) এবং আজিম হারুন (রিধি সিধি এন্টারটেইনমেন্ট)।
অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ, এবং ইন্তেখাব দিনার।
আরো পড়ুন: ‘কৃশ ৪’-এর বিশাল বাজেটে অনিশ্চিত বিনিয়োগ, কেন সরে দাঁড়ালেন রাকেশ রোশান
সংগীত আয়োজনে আছেন প্রীতম হাসান। ২০২৪ সালের তুফান চলচ্চিত্রে তার ‘লাগে উড়া ধুরা’ গানটি বিভিন্ন মহলে বেশ সমাদৃত হয়। সেই সাফল্যের ধারাবাহিকতায় এ নিয়ে তিনি দ্বিতীয়বার কাজ করছেন শাকিব খানের সঙ্গে। প্রীতমসহ ছবির বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন বলিউডের কয়েকজন গায়ক।
অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউড ও তেলুগু ইন্ডাস্ট্রির অ্যাকশন ডিরেক্টর রবি বর্মা। নাচের কোরিওগ্রাফি করেছেন বলিউডের আদিল শেখ।
জংলি
বেশ কয়েকবার মুক্তির তারিখ পিছিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে যাচ্ছে বহু প্রতীক্ষিত চলচ্চিত্র জংলি। এম রাহিম পরিচালিত রোমাঞ্চকর নাট্য চলচ্চিত্রটির প্রধান ভূমিকায় আছেন এ সময়কার দর্শকনন্দিত তারকা সিয়াম আহমেদ। তার প্রধান সহশিল্পীরা হলেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি।
সত্য ঘটনা অবলম্বনে সিনেমার গল্প লিখেছেন আজাদ খান। মেহেদী হাসান ও সুকৃতি সাহা যৌথভাবে গল্পটিকে চিত্রনাট্যে রূপ দিয়েছেন।
আরো পড়ুন: গৌরী স্প্রাট কে? আমির খানের বান্ধবী, বেঙ্গালুরু-ভিত্তিক উদ্যোক্তা
অন্যান্য অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন শহীদুজ্জামান সেলিম, দিলারা জামান, রাশেদ মামুন অপু, সোহেল খান, এবং এরফান মৃধা শিবলু।
প্রিন্স মাহমুদের সংগীত পরিচালনায় একটি বিশেষ গানে কণ্ঠ দিয়েছেন তাহসান খান। প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে রয়েছে এমআইবি স্টুডিও এবং টাইগার মিডিয়া।
দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগে ২৫ এপ্রিল চলচ্চিত্রটি আন্তর্জাতিকভাবে উন্মুক্ত হবে।
দাগি
২০২৩ সালে শাকিব অভিনীত প্রিয়তমার সাথে প্রতিযোগিতা করেছিলো আফরান নিশোর সুড়ঙ্গ। এবার তারই পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে আসন্ন ঈদে। প্রথম ছবি সুড়ঙ্গ-এর পর প্রায় দেড় বছরের বিরতিতে ছিলেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেতা। তারপর ভক্তদের হতবাক করে দিয়ে দিলেন দ্বিতীয় চলচ্চিত্র দাগি’র সংবাদ। তার বিপরীতে নায়িকার অবস্থানও থাকছে অপরিবর্তিত। দেড় বছর সিনেমা থেকে দূরে থাকার পর দ্বিতীয়বারের মতো নিশোর সাথে জুটি বদ্ধ হয়েছেন তমা মির্জা।
আরো পড়ুন: অস্কার ২০২৫: ৯৭তম অ্যাকাডেমি পুরষ্কারের আসর মাতালেন যারা
একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার জয়ী অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালকে। সিনেমায় আরও রয়েছেন মনোজ কুমার প্রামানিক, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, মনিরা আক্তার মিঠু, এবং মিলি বাশার।
পরিচালনার পাশাপাশি ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য গড়েছেন শিহাব শাহীন। এখানে বলা হয়েছে একজন সাধারণ মানুষের অপরাধজগতে জড়ানোর গল্প। এই পটভূমিকে উপজীব্য করেই কাহিনী এগিয়ে গেছে মূল চরিত্রের প্রায়শ্চিত্য ও মুক্তির দিকে।
২০১৫ সালে ‘ছুঁয়ে দিলে মন’-এর পর ‘দাগি’ নির্মাতার দ্বিতীয় চলচ্চিত্র। এটি এসভিএফ আলফা-আই এবং দেশীয় ওটিটি (ওভার দ্যা টপ) চরকির একটি যৌথ প্রযোজনা।
চক্কর ৩০২
মোশাররফ করিম ভক্তদের জন্য এবারের ঈদে রয়েছে দারুণ চমক। শরাফ আহমেদ জীবনের গল্প, পরিচালনা এবং সহ-প্রযোজনায় নির্মিত হয়েছে ‘চক্কর ৩০২’। সহ-প্রযোজনায় আরও ছিলেন আবুল ফজল মোহাম্মদ রিতু, সৈয়দ গাউসুল আলম শাওন, সরদার সানিয়াত হোসেন, এবং আদনান আল রাজীব।
আরো পড়ুন: ভালোবাসা দিবস ২০২৫: ভ্যালেন্টাইনস ডেতে মুক্তি পাচ্ছে যেসব নাটক
সিনেমাতে মোশাররফ করিম একটি মার্ডার কেসের তদন্তকারী কর্মকর্তা। তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু।
সংলাপ লিখেছেন নাহিদ হাসনাত, যিনি সৈয়দ গাউসুল আলম শাওনের সাথে যৌথভাবে ভূমিকা রেখেছেন চিত্রনাট্যে।
বিভিন্ন চরিত্রের অভিনয়ে ছিলেন তারিন জাহান, ইন্তেখাব দিনার, মৌসুমী নাগ, রওনক হাসান, শাশ্বত দত্ত্ব, সুমন আনোয়ার, সারা আলম, ফারজানা বুশরা, আহমেদ গোলাম দস্তগীর শান, এবং ডিকন নূর।
সঙ্গীত পরিচালনার কাজ করেছেন ইমন চৌধুরী, জাহিদ নিরব, অমিত চ্যাটার্জি।
আরো পড়ুন: ২০২৫ সালের রূপালি পর্দায় সুপারহিরোদের রোমাঞ্চকর অভিযান
বাংলাদেশ জাতীয় চলচ্চিত্রের অনুদানে নির্মিত ছবিটি মুক্তি পাবে কারখানা প্রোডাকশন এবং গামাফ্লিক্স-এর ব্যানারে।
২৬০ দিন আগে
ঈদুল ফিতর ২০২৫-এ মুক্তি বরবাদ ও দাগি: আবারও মুখোমুখি শাকিব খান ও আফরান নিশো
ছবি মুক্তির মঞ্চে ফের মুখোমুখি হতে যাচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও ছোট পর্দার জনপ্রিয় মুখ আফরান নিশো। ২০২৫-এর ঈদুল ফিতরকে ঘিরে শাকিবের ‘বরবাদ’ ও নিশোর ‘দাগি’ মুক্তির কথা চলছে। এর আগে ২০২৩ সালের ঈদুল আজহায় ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ নিয়ে আলোচনায় এসেছিলেন দুজন। সেবার শাকিবের ব্লকবাস্টারের সঙ্গে বেশ ভালো প্রতিযোগিতা করেছিল নিশোর অভিষিক্ত সিনেমা। সেই ধারাবাহিকতায় এবার তবে কেমন হতে যাচ্ছে ঢালিউড বক্স অফিসের ডুয়েল! তা জানতে চলুন বিশদ পর্যালোচনা করা যাক- বহুদিন ধরে আলোচনায় থাকা ‘বরবাদ’ আর সদ্য ঘোষিত ‘দাগি’ নিয়ে।
শাকিব খানের বরবাদ
চলচ্চিত্রটি নির্দেশনার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ছোট পর্দার নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের। শাকিবের বিপরীতে ছবির প্রধান চরিত্রে রয়েছেন কলকাতার ইধিকা পাল। ‘প্রিয়তমা’র পর এটি শাকিব-ইধিকা জুটির দ্বিতীয় সিনেমা।
অ্যাকশন ঘরানার ছবিটির আরও একটি বিশেষ আকর্ষণ হচ্ছে এতে অভিনয় করছেন ভারতের অভিনেতা যীশু সেনগুপ্ত। এছাড়া আইটেম গানে দর্শকদের নজর কাঁড়তে থাকবেন নুসরাত জাহান।বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে মিশা সওদাগর এবং মানব সাচদেবকে।
ইতিমধ্যে চলচ্চিত্রটির শুটিং শুরু হয়ে গেছে মুম্বাইতে। পরিকল্পনা রয়েছে ভারতেই করা হবে সিনেমার অধিকাংশ শুটিং।
‘বরবাদ’-এর দৃশ্য পরিচালনায় রয়েছেন মুম্বাইয়ের রবি বর্মা, যিনি সাধারণত বলিউড ও তেলুগু সিনেমাগুলোতে অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেন। ড্যান্স কোরিওগ্রাফার হিসেবে আছেন বলিউডের আদিল শেখ। ছবির গানগুলোতে কণ্ঠ দিয়েছেন প্রীতমসহ বলিউডের কিছু শিল্পী।
চলচ্চিত্রটির বাজেট নির্ধারণ হয়েছে প্রায় ১৫ কোটি টাকা, যা রেকর্ড সৃষ্টি করবে বাংলাদেশি সিনেমাজগতে!
আরো পড়ুন: লাকি ভাস্কর মুভি রিভিউ: সততা বনাম লোভের এক জমজমাট গল্প
আফরান নিশোর দাগি
এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকির প্রযোজনায় ‘দাগি’ সিনেমার পরিচালনা করছেন শিহাব শাহীন। ‘ছুঁয়ে দিলে মন’ (২০১৫)-এরপর এটি নির্মাতার দ্বিতীয় সিনেমা। একই সঙ্গে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’(২০২৩)-এরপর এটি নিশোরও দ্বিতীয় সিনেমা।
মূল চরিত্রে নিশোর সঙ্গে দেখা যাবে তমা মির্জাকে। নিশোর মতো তিনিও প্রায় দেড় বছর বিরতির পর আসছেন ক্যামেরার সামনে। একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।
ছবির গল্প আবর্তিত হবে নিশোর চরিত্রটিকে ঘিরে, যেখানে ফুটে উঠবে মুক্তি ও প্রায়শ্চিত্যের উপাখ্যান।
মুক্তির দিনক্ষণকে সামনে রেখে ‘দাগি’র শুটিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তবে তার বিশদ বৃত্তান্ত এখনও অপ্রকাশিত রেখেছেন নির্মাণ টিম।
আগে নিশো ও শিহাব শাহীন একত্রে কাজ করেছিলেন ‘মরীচিকা’(২০২১) ও ‘সিন্ডিকেট’(২০২২) ওয়েব সিরিজে। দুটোই যথেষ্ট প্রশংসা পেয়েছিলো দর্শক মহলে।
আরো পড়ুন: ৩৬-২৪-৩৬: কারিনা কায়সার বনাম সমাজে নারীর প্রথাগত সৌন্দর্য্যের মাপকাঠি
বরবাদ বনাম দাগি
গত বছর ‘প্রিয়তমা’ এবং ‘সুড়ঙ্গ’ মুক্তির সময় যেন প্রাণ ফিরে পেয়েছিল সারা দেশের হলগুলো। প্রথম দুই দিনে একক হলগুলোতে কর্তৃত্ব ছিল ‘প্রিয়তমা’র। আর মাল্টিপ্লেক্সগুলোতে দাপিয়ে বেড়িয়েছিল ‘সুড়ঙ্গ’।
মুক্তির আগে স্টার সিনেপ্লেক্সে ‘প্রিয়তমা’র থেকে ‘সুড়ঙ্গ’-এর জন্যই বেশি বুকিং হয়েছিল অগ্রিম টিকেটের। প্রথম দিনে স্টারের সব শাখায় ‘সুড়ঙ্গ’র মোট শো ছিল ১৮টি। দ্বিতীয় দিনে দর্শকের চাহিদার কারণে তা বাড়ানো হয়েছিল ৩০-এ। এমনকি হলিউডের সিনেমার শিডিউলও বাতিল করা হয়েছিল ‘সুড়ঙ্গ’র জন্য। অন্যদিকে প্রথম থেকেই ‘প্রিয়তমা’র নির্ধারিত আটটি শো অপরিবর্তিত ছিল। বাংলা ভাষার ছবি হিসেবে সিনেপ্লেক্সে এটি ছিল নতুন রেকর্ড।
সামাজিক মাধ্যমে সমালোচক ও ভক্তদের তর্ক-বিতর্কে একটি বিষয় খুব বেশি উঠে এসেছিল। আর তা হলো কনটেন্টের দিক থেকে ‘প্রিয়তমা’র চেয়ে ‘সুড়ঙ্গ’ অনেকটা এগিয়ে।
কিন্তু নির্দেশনায় এবারে রাফীর বদলে আছেন শাহীন। প্রযোজন সংস্থা এক হলেও গল্প ও চিত্রনাট্যে ‘দাগি’ কতটা ‘সুড়ঙ্গ’র সমপর্যায়ের হতে পারবে তা বলাই বাহুল্য। অভিনয় দিয়ে সুনেরাহ ও তমাকে নিয়ে বেশ শক্ত অবস্থান সৃষ্টি করতে পারবেন নিশো। তবে ‘বরবাদ’-এর মতো মাসালা মুভিকে ছাড়িয়ে যেতে হলে গল্প, সঙ্গীত, সম্পাদনা; মোটকথা সামগ্রিক পরিবেশনায় হতে হবে অনবদ্য। দেশের বর্তমান পরিস্থিতিতে হল সংকট এবং ছবিগুলোর প্রচারও বিরাট প্রভাবক হিসেবে কাজ করবে।
আরো পড়ুন: আল্লু অর্জুনের পুষ্পা-২ রিভিউ: ছবি নিয়ে যত হইচই
শেষাংশ
শাকিব খানের ‘বরবাদ’ এবং আফরান নিশোর ‘দাগি’ নিঃসন্দেহে এক উপভোগ্য ২০২৫ ঈদ মৌসুম উপহার দিতে যাচ্ছে বাংলাদেশি সিনেমাপ্রেমিদের। পরিচালনায় অভিজ্ঞতার দৌড়ে শিহাব শাহীনের তুলনায় মেহেদী হাসান হৃদয় যে কিছুটা পিছিয়ে থাকবেন তা বলার অপেক্ষা রাখে না। তবে এই ঘাটতিটুকু নিমেষেই পূরণ করে দেবে ঢালিউড কিং খানের উপস্থিতি। অভিনয়ের দিক থেকে নিশো-শাকিব দুজনেরই রয়েছে স্বপ্রতিভ ক্ষেত্র, যেখানে প্রত্যেকে রয়েছেন শিখরে। তাই লড়াইয়ের মূল পরিণতি ঠিক করে দেবে ছবি দুটির গল্প, চিত্রনাট্য, সঙ্গীতায়োজন এবং সম্পাদনা। উপরন্তু, এমন প্রতিযোগিতাপূর্ণ চলচ্চিত্র মৌসুমের পুনরাবৃত্তি জানান দিচ্ছে যে, ঢাকাই সিনেমায় সুদিন ফিরতে যাচ্ছে।
৩৫৯ দিন আগে