আটক বাংলাদেশি যুবক
ভারতীয় পণ্য পাচারকালে বিএসএফের হাতে আটক বাংলাদেশি যুবক
ভারতীয় পণ্য পাচারকালে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছেন খায়রুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পাটগ্রাম সীমান্ত থেকে বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যান।
খায়রুল ইসলাম (২৮) শ্রীরামপুর ইউনিয়নের খেংটি গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: পঞ্চগড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
স্থানীয়রা জানান, ভারত-বাংলাদেশ সীমান্তের প্রধান পিলার ৮৪৩ ও উপ-পিলার ৪ নম্বরের পানিশালা সীমান্তে ৪-৫ জনের একটি দল ভারতীয় পণ্য পাচারের কাজ করছিল। এ সময় জলপাইগুড়ি ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের ধাওয়া দেয়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও খায়রুলকে আটক করে বিএসএফ।
পরে বিকালে মামলা দিয়ে তাকে ভারতের মেখলিগঞ্জ থানায় তাকে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
রংপুর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, ‘পানিশালা সীমান্ত এলাকায় ভারতের ভেতরে (বিএসএফের হাতে) আটক হন খায়রুল। তিনি একজন চোরাকারবারি।’
আরও পড়ুন: বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল বিএসএফ
১ সপ্তাহ আগে