ভাই-বোনছড়া এলাকা
খাগড়াছড়িতে জিপগাড়ি উল্টে যুবকের মৃত্যু
খাগড়াছড়ি সদরের ভাই-বোনছড়া এলাকায় জিপগাড়ি উল্টে মনির হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ভাই-বোনছড়া ইউনিয়নের দুর্গম রাইন্যাবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত মনির হোসেনে (২৪) ভাই-বোনছড়া ইউনিয়নের পূর্ব মুসলিম পাড়া এলাকার মো. সোলাইমানের ছেলে।
আরও পড়ুন: কমলগঞ্জে অটোরিকশা উল্টে ২ কলেজ ছাত্রের মৃত্যু
স্থানীয়রা জানান, জিপগাড়িটি বাঁশ আনতে যাওয়ার পথে রাইন্যাবাড়ি এলাকায় পাহাড় উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে উল্টে যায়। এ সময় গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় মনির হোসেন।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, মনিরের লাশ উদ্ধার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
৪ দিন আগে