মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশের চূড়ান্ত বিজয়ের মাত্র দুদিন আগে যারা নির্মমভাবে নিহত হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
রাষ্ট্রপতি সকাল ৭টার দিকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে দেশের কৃতি সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
আরও পড়ুন: শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল বিউগলের সঙ্গে রাষ্ট্রীয়ভাবে সম্মান বাজায়।
শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শ্রদ্ধা জানাতে আসা লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
১ সপ্তাহ আগে