ভারতীয় মালামাল জব্দ
বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় মালামাল জব্দ, ট্রাকচালক গ্রেপ্তার
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে অবৈধভাবে আসা প্রায় লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। এ সময় মালামালগুলো বহন করা ট্রাকচালককে গ্রেপ্তার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৪ ডিসেম্বর) রাতে ৬১ বিজিবি তিস্তা-২ ব্যাটালিয়নের বুড়িমারী বিওপির টহল কমান্ডার সুবেদার আবুল কাশেম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারতীয় ট্রাকচালক ফিরোজ রহমান (৩৪) কুচবিহার জেলার চ্যাংড়াবান্ধা থানার ১৫৪ নগর চ্যাংড়াবান্ধার বাসিন্দা।
আরও পড়ুন: সিলেটে প্রায় দেড় কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ
বিজিবি জানায়, সীমান্তের ৮৪২/১ এস নম্বর মেইন পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে বুড়িমারী আইসিপিতে মালামালসহ ভারতীয় ট্রাক ও ট্রাকচালক ফিরোজ রহমানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মদ এক বোতল, ত্বক ফর্সা করা ক্রিম ৩৯০টি, শীসা তেল ১৬টি, পোকো মোবাইল একটি, ভারতীয় সিম একটি, ভারতীয় মুদ্রা ১ হাজার ১৯০ রুপি, সৌদি মুদ্রা ৫ রিয়াল জব্দ করা হয়।
জব্দ মালামালের মূল্য প্রায় ১লাখ ৪৫ হাজার ২৩৫ টাকা হবে বলেও জানান তিনি।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, ‘এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার ভারতীয় নাগরিককে আদালতে পাঠানো হবে।’
আরও পড়ুন: সিলেটে দুইদিনে পৌনে ২ কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ
২ দিন আগে