বাড়ি থেকে
যুবলীগ নেতার বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, স্ত্রী আটক
শরীয়তপুরে এক যুবলীগ নেতার বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে ভোজেশ্বর ফাঁড়ি ও নড়িয়া থানা পুলিশ।
সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনি এলাকায় যুবলীগের ওই নেতার বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য নড়িয়া থানায় নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।
আরও পড়ুন: মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ৫৭৯ কর্মকর্তাকে অস্ত্র ব্যবহারের অনুমতি
যুবলীগ নেতা আলী হোসেন মোল্লা ভোজেশ্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি।
ভোজেশ্বর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হারুন বলেন, আলী হোসেনের বাড়িতে বিজয় দিবসের অনুষ্ঠানে গিয়ে দেখা যায়, সেখানে এক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে দৌড়ে পালাচ্ছেন। পরে তার বাড়ি তল্লাশি চালিয়ে রামদা, তলোয়ার, ছুরিসহ ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় আলী হোসেন পালিয়ে গেলেও তার স্ত্রীকে আটক করা হয়।
৬ দিন আগে