১৫ কোটি ৯ লাখ টাকা
শীতার্তদের জন্য কম্বল কিনতে ১৫ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ
চলমান শীত মোকাবিলায় শীতার্ত ও দুঃস্থদের মাঝে বিতরণের জন্য কম্বল কিনতে দেশের ৪৯৫টি উপজেলায় ৩ লাখ টাকা করে মোট ১৫ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
বিজ্ঞপিএত বলা হয়েছে, বর্ণিত কম্বল কেনার ক্ষেত্রে সংশ্লিষ্ট সব আর্থিক বিধি-বিধান যথাযথভাবে মেনে জেলা প্রশাসকরা তাদের দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসারদের দায়িত্ব দেবেন। পাশাপাশি জরুরি ভিত্তিতে কম্বল কিনে তা দুঃস্থদের মাঝে বিতরণের বিষয়টি তদারকি করতে মন্ত্রণালয় থেকে নির্দেশনা প্রদান করা হলো।
৫ দিন আগে