নীতি বিষয়ক কমিটি
আবারও জাতিসংঘ উন্নয়ন নীতি বিষয়ক কমিটিতে ড. দেবপ্রিয়
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে আরও তিন বছরের জন্য জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসিতে (সিডিপি) নিয়োগ দেওয়া হয়েছে।
এ নিয়ে ২০১৮ সালে জাতিসংঘ মহাসচিবের দ্বারা মনোনয়নের পর টানা তৃতীয় মেয়াদে কমিটিতে নিয়োগ পেলেন তিনি।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে সিডিপি জানায়, কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসিতে ড. দেবপ্রিয় ভট্টাচার্যের তৃতীয় দফা নিয়োগ অনুমোদন দিয়েছেন জাতিসংঘ মহাসচিব।
কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) হলো জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সহযোগী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান আন্তর্জাতিক পর্যায়ে দেশে দেশে উন্নয়নের ঝুঁকি নিরসনে সরকারকে বিশেষজ্ঞ পরামর্শ দিয়ে থাকে।
আরও পড়ুন: জাতিসংঘের এলডিসি সংক্রান্ত কমিটির সদস্য হলেন ড. দেবপ্রিয়
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে সদস্য দেশগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করে আসছে এই প্রতিষ্ঠান। স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়নশীল দেশে উত্তরণের ক্ষেত্রেও এটি অনন্য ভূমিকা পালন করে থাকে।
২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকায় উত্তরণের ক্ষেত্রে প্রদত্ত শর্তাবলি পরিপালন করছে কি না তাও দেখবে সিডিপি।
১ দিন আগে