ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ
ইউএনবিতে দুই দিনব্যাপী ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ কর্মশালা শুরু
বর্তমান গণমাধ্যম জগতে ভুল তথ্যের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলার প্রয়াসে ভারতের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার (পিটিআই) নেতৃত্বে দুই দিনের ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকার কসমস সেন্টারে প্রশিক্ষণ কর্মশালাটি শুরু হয়।
প্রশিক্ষণ পর্বটি পরিচালনা করছেন পিটিআইয়ের ডিজিটাল সার্ভিসেস অ্যান্ড ফ্যাক্ট-চেকিং বিভাগের প্রধান প্রত্যুষ রঞ্জন এবং পিটিআইয়ের বার্তা সম্পাদক অভিনব গুপ্ত।
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের (ইউএনবি) সাংবাদিকদের দক্ষতা বাড়ানো, সংবাদে ভুল তথ্য, ভুল তথ্য ও বিকৃতি শনাক্ত ও প্রতিরোধে তাদের দক্ষ করে তোলাই এই প্রশিক্ষণ কর্মশালার লক্ষ্য।
আরও পড়ুন: ব্রাজিলে গ্লোবাল সাউথ মিডিয়া সামিটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এনায়েতউল্লাহ খান
ইউএনবির প্রধান সম্পাদক এনায়েতউল্লাহ খান, নির্বাহী সম্পাদক নাহার খান, সম্পাদক মাহফুজুর রহমান, জ্যেষ্ঠ বার্তা সম্পাদক শায়ান এস খান প্রমুখ উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এনায়েতউল্লাহ খান বর্তমান সময়ে সাংবাদিকতার শুদ্ধতা বজায় রাখতে কঠোর ফ্যাক্ট-চেকিংয়ের প্রয়োজনীয়তার উপর জোর দেন। ডিজিটাল প্ল্যাটফর্মগুলো প্রায়শই যাচাই না করা তথ্যগুলো ছড়িয়ে দেয়।
তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের উত্থান এবং দ্রুত ডিজিটাল রূপান্তর তথ্য প্রচারে নাটকীয় পরিবর্তন এনেছে। এটি সংবাদের অধিকারকে গণতান্ত্রিক করে তুললেও ভুল ও মিথ্যা তথ্য এবং বিকৃতির আশঙ্কাজনক বৃদ্ধি পেয়েছে।
নাহার খান বলেন, এই প্রশিক্ষণের জন্য পিটিআইয়ের সঙ্গে অংশীদার হওয়ার ইউএনবির সিদ্ধান্ত সাংবাদিকতার সর্বোচ্চ মান বজায় রাখার প্রতি তাদের দৃঢ়তার বহিঃপ্রকাশ।
তিনি বলেন, ‘ভুল তথ্য মোকাবিলায় আজ সতর্কতা ও দক্ষতার প্রয়োজন। এই ফ্যাক্ট-চেকিং উদ্যোগ মিথ্যা প্রতিরোধ এবং ইউএনবিতে আমাদের প্রতিবেদনের সততা রক্ষায় আমাদের অঙ্গীকারের প্রতিফলন।’
৭২ বছরের ইতিহাস নিয়ে পিটিআই ভারতে বিশ্বাসযোগ্য, নিরপেক্ষ সাংবাদিকতার একটি দৃষ্টান্ত হিসাবে দাঁড়িয়ে আছে। এর সম্পাদকীয় বিভাগের মধ্যে এর ফ্যাক্ট-চেকিং বিভাগ নির্ভুলতা এবং দায়িত্বশীল প্রতিবেদনের প্রতি এজেন্সির প্রতিশ্রুতির উদাহরণ।
বৃহস্পতিবারের প্রশিক্ষণ অধিবেশনে, প্রত্যুষ রঞ্জন কার্যকর ফ্যাক্ট-চেকিংয়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং পদ্ধতিগুলো তুলে ধরেন। অভিনব গুপ্ত নিউজরুম কার্যক্রমগুলোতে বর্তমান বিশ্বের অ্যাপ্লিকেশনগুলো নিয়ে আলোচনা করেন।
সংবাদ পরিবেশনে সত্যের পবিত্রতা সমুন্নত রাখতে সাংবাদিকদের আরও দক্ষতা বৃদ্ধিতে ফ্যাক্ট-চেকিং টুল ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে শুক্রবার (২০ ডিসেম্বর) কর্মশালাটি শেষ হবে।
আরও পড়ুন: ওয়ার্ল্ড মিডিয়া সামিটে আমন্ত্রণ পেলেন ইউএনবির প্রধান সম্পাদক এনায়েতউল্লাহ খান
৫৩ মিনিট আগে