হাইকোর্ট প্রাঙ্গণ
উপদেষ্টা হাসান আরিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা শনিবার সকালে হাইকোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আরিফ শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শুক্রবার বাদ এশা ধানমন্ডি ৭ নম্বর রোডের বায়তুল আমান মসজিদে আরিফের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
মুহাম্মদ ইউনূস উপদেষ্টা আরিফের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বিমানবন্দর থেকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ছুটে যান এবং তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
ভূমিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আহসান করিম জানান, দুপুর ১২টায় বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও ভূমি ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের আয়োজনে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
তার মেয়ে বিদেশ থেকে আসার পর তার দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
গত ৮ আগস্ট আরিফকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরদিন তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়।
গত ২৭ আগস্ট তিনি ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেন।
১০ নভেম্বর তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় পরিচালনার দায়িত্ব দেওয়া হয়।
১২ ঘণ্টা আগে