স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা হত্যা
গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ২
গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় নিজড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি এবং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে গ্রামের বাড়ি থেকে কৃষকলীগ সভাপতি এবং গোপালগঞ্জ কাঁচা বাজার থেকে ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- নিজড়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ফায়েকউজ্জামান মীনা ও উরফি ইউপি চেয়ারম্যান মনির গাজী। দিদার হত্যায় এখন পর্যন্ত শতাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির সাজেদুর রহমান বলেন, বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দিদার হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে দেখানো হয়েছে।
আরও পড়ুন: মেছো বিড়াল হত্যার অভিযোগে ঝিনাইদহে যুবক গ্রেপ্তার
শনিবার (২১ ডিসেম্বর) বিকালে তদের গোপালগঞ্জ আদালতে পাঠানো হবে এবং আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর শহরের বেদগ্রামে বিএনপির পথসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী গাড়িবহর নিয়ে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। বিকালে তার গাড়িবহর ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ঘোনাপাড়া মোড়ে পৌঁছালে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা করেন বলে অভিযোগ ওঠে। এতে জিলানীসহ অর্ধশতাধিক মানুষ আহত হন; ভাঙচুর করা হয় ১০টি গাড়ি।
হামলায় গাড়িবহরে থাকা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার নিহত হন। এ ঘটনায় গত ১৭ সেপ্টেম্বর দিদারের স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় ১১৭ জনের নাম উল্লেখ ও ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেন।
আরও পড়ুন: রাজশাহীতে বাসচাপায় দম্পতিসহ তিনজন নিহত
১০ ঘণ্টা আগে