ভারতগামী যাত্রী
ভারতগামী যাত্রীর টাকা ছিনতাই, গ্রেপ্তার ৩
ভারতে যাওয়ার সময় দুই পাসপোর্ট যাত্রীকে ভয় দেখিয়ে ৩৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২২ ডিসেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগী দুই যাত্রী হলেন- মনোজ কুমার কর ও তার মেয়ে অবন্তি কর। তারা নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।
গ্রেপ্তাররা হলেন- বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের আব্দুল কাদের, শেখ রাহাদ অন্তর ও শোয়েব আক্তার।
পুলিশ জানায়, হৃদরোগের চিকিৎসা করাতে মনোজ ও তার মেয়ে অবন্তি ভারতে যাওয়ার উদ্দেশে বেনাপোল চেকপোস্টে আসেন। এ সময় কয়েকজন লোক তাদের প্রাণ নাশের ভয়ভীতি দেখিয়ে ইমিগ্রেশন-সংলগ্ন ওয়ান ব্যাংকের এটিএম বুথের পাশের গলিতে নিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। এরপর তাদের কাছে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।
এ সময় ভুক্তভোগীদের চিৎকারে মানুষজন ছুটে আসে। পরে তারা পুলিশকে খবর দিলে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন: বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, খবর পেয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারে অভিযান চলছে। আটকদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় মনোজ কুমার বাদি হয়ে বেনাপোল পোর্ট থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন বলে জানান ওসি রাসেল মিয়া।
১৯ ঘণ্টা আগে