চিত্রনায়ক রুবেল
‘ব্ল্যাক মানি’: পূজা চেরী ও রুবেলকে নিয়ে রায়হান রাফীর প্রথম ওয়েব সিরিজ
নতুন বছরের একদম শুরুতে প্রথমবারের মতো ওয়েব সিরিজ নিয়ে হাজির হচ্ছেন বর্তমান সময়ের হিট নির্মাতা রায়হান রাফী। ২০২৫-এর ২ জানুয়ারি দেশীয় ওটিটি (ওভার-দ্যা-টপ) প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেতে যাচ্ছে সিরিজটি। বরাবরের মতো এবারও রাফীর কাস্টিংয়ে থাকছে নতুন চমক। ওয়েব কন্টেন্টটির শ্রেষ্ঠাংশে পূজা চেরীর সঙ্গে দেখা যাবে এক সময়ের প্রখ্যাত চিত্রনায়ক ও মার্শাল আর্ট হিরো মাসুম পারভেজ রুবেলকে। চলুন, বাংলা ওটিটি প্লাটফর্ম বঙ্গতে আসন্ন ‘ব্ল্যাক মানি’ সিরিজটির কলাকুশলী এবং গল্পের থিম নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
‘ব্ল্যাক মানি’ নির্মাণের নেপথ্যে
ওটিটির জন্য এর আগে তার বেশ কিছু ওয়েব ফিল্ম থাকলেও ওয়েব সিরিজ পরিচালনায় এই প্রথম রায়হান রাফী। ২০১৮ সালে তার সফল অভিষিক্ত চলচ্চিত্র ‘পোড়ামন ২’ এবং ‘দহন’ বঙ্গ’র স্ট্রিমিং তালিকায় স্থান পেয়েছিল। সেই ধারাবাহিকতায় প্রথমবারের মতো প্রযোজক হিসেবে রাফীর সঙ্গে কাজ করেছে স্ট্রিমিং সাইটটি। যৌথ প্রযোজনায় সঙ্গে রয়েছে কানন ফিল্মস।
ভিএফএক্স (ভিজ্যুয়াল ইফেক্ট)-এর দায়িত্বে ছিল ফোর্থ ডাইমেন্শন ভিজ্যুয়াল ইফেক্ট।
আরো পড়ুন: আল্লু অর্জুনের পুষ্পা-২ রিভিউ: ছবি নিয়ে যত হইচই
সিরিজের গানগুলোতে কণ্ঠ দিয়েছেন পশ্চিমবঙ্গের সুরকার ও সঙ্গীত পরিচালক আকাশ সেন এবং বাংলাদেশের দিলশাদ নাহার কণা। আরও আছেন র্যাপ সঙ্গীতশিল্পী সাইফ খান ও তার টিম সিএফইউ-৩৬।
কস্টিউম ডিজাইনে কাজ করেছেন এদিলা ফারিদ তুরিন। সাউন্ড ডিজাইনে রিপন নাথ এবং ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন আরাফাত মহসিন। সিনেমাটোগ্রাফিতে তাহসিন রহমান, শিল্প নির্দেশনায় শিহাব নুরুন নবী এবং সার্বিক সম্পাদনায় ছিলেন সিমিত রায় অন্তর।
‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজের গল্প
রাতের অন্ধকারে একটি হোটেলের সামনে এসে থামে বস্তা ভর্তি একটি ট্রাক। প্রত্যেকটি বস্তা ভর্তি কাড়ি কাড়ি টাকা। কিন্তু এগুলো কার কাছে এসেছে, কোত্থেকেই বা এসেছে! আসল মালিকানা নিয়ে যখন দানা বেধে উঠছে রহস্য, অন্যদিকে তখনি এই টাকা নিতে সংঘর্ষে মেতে উঠেছে শহরের দুর্ধর্ষ দুই গ্যাংস্টার। একের পর এক পড়তে থাকে লাশ, যেখানে শহরের প্রভাবশালী মাফিয়া, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ী এবং রাজনীতিবিদ কেউই বাদ যাচ্ছেন না। এত সব লাশের মিছিল পেরিয়ে অবশেষে কোথায় এই কালো টাকার গন্তব্য- এই প্রশ্ন নিয়ে এগিয়ে চলেছে সিরিজের কাহিনী।
আরো পড়ুন: ঈদুল ফিতর ২০২৫-এ মুক্তি বরবাদ ও দাগি: আবারও মুখোমুখি শাকিব খান ও আফরান নিশো
ছয় পর্বের সিরিজটিতে একই সঙ্গে মেলবন্ধন ঘটানো হয়েছে অ্যাকশন, ড্রামা, কমেডি ও থ্রিলার।
বাংলাদেশে চলমান প্রেক্ষাপটের কালো টাকা বিদেশে পাচারকে ঘিরে সৃষ্ট জটিলতাগুলো ফুটিয়ে তোলা হয়েছে সিরিজে। পটভূমির সঙ্গে সামঞ্জস্য রেখে সবচেয়ে সার্বজনীন শব্দটিকেই শিরোনাম হিসেবে নির্বাচন করেছেন রাফী। গল্পটি রচনাও তিনিই করেছেন। চিত্রনাট্য রচনায় তার সঙ্গে ছিলেন আনাম বিশ্বাস ও আশরাফুল আলম শাওন।
‘ব্ল্যাক মানি’র অভিনয়শিল্পীরা
বঙ্গ অরিজিনাল সিরিজটির সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে থাকছেন ৯০’দশকের জনপ্রিয় চিত্রনায়ক রুবেল। এখানে গ্যাংস্টারের চরিত্রে অভিনয়ের মাধ্যমে ওয়েব কন্টেন্টে অভিষেক ঘটতে যাচ্ছে অ্যাকশন হিরোর।
আরও একটি প্রধান চরিত্রে থাকা পূজা চেরীরও এটি প্রথম ওয়েব ধারাবাহিক। রাফীর সঙ্গে বর্তমান প্রজন্মের এই তারকারও বড় পর্দায় অভিষেক ঘটেছিল ‘পোড়ামন ২’-এর মাধ্যমে। তারপর দীর্ঘ ৬ বছরের বিরতির পর দর্শক আবারও দেখতে যাচ্ছে এই নায়িকা-পরিচালক জুটির কাজ।
আরো পড়ুন: মুক্তি পাচ্ছে মেহজাবীনের প্রথম চলচ্চিত্র ‘প্রিয় মালতী’
এই ধারাবাহিকের মধ্যে দিয়ে পূজা অনেক গুণী অভিনয়শিল্পীদের সংস্পর্শ পেলেন। এদের মধ্যে রয়েছেন প্রথিতযশা পরিচালক ও অভিনেতা সালাহউদ্দিন লাভলু, ইন্তেখাব দিনার, সুব্রত ফারদিন এবং এজাজুল ইসলাম। সমসাময়িক চলচ্চিত্রকর্মীদের মধ্যে আছেন শিবা শানু, রাশেদ মামুন অপু, মীর নওফেল আশরাফী জিসান, সুমন আনোয়ার এবং আরফান মৃধা শিবলু।
ছোট পর্দার সুপরিচিত মুখগুলোর মধ্যে দেখা যাবে জয় রাজ, কচি খন্দকার, সাইদুর রহমান পাভেল, মুকিত জাকারিয়া, ইকবাল বাবু এবং ফরহাদ লিমন।
এছাড়া অন্যান্যদের মধ্যে রয়েছেন তাশদিক নমিরা আহমেদ, মাহমুদ আলম এবং শাহরিয়ার ফেরদৌস সজীব।
পরিশিষ্ট
একসঙ্গে অনেক অভিষেকের অবতারণা নিয়ে বাংলা ওটিটি বঙ্গতে মুক্তি পেতে চলেছে পূজা, রুবেল, ও রাফীর ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’। দুটি ভিন্ন সময়ের অভিনয়শিল্পী হিসেবে পূজা ও রুবেল দুজনেরই রয়েছে নিজস্ব দর্শক। অন্যদিকে সাম্প্রতিক বছরগুলোতে হল ও ওটিটি উভয় মাধ্যমে চলচ্চিত্র দিয়ে ব্যাপক সাফল্য পেয়েছেন রায়হান রাফী। তাই সমসাময়িক বাস্তবমুখী গল্পের চিত্রনাট্যে দুর্দান্ত পরিবেশনার প্রতিশ্রুতি রাখছে ওয়েব কন্টেন্টটি। একই সঙ্গে দেশীয় বিনোদন জগতের প্রেক্ষাগৃহ থেকে ওয়েবমুখী হওয়ারও অন্যতম এক নিদর্শন স্থাপিত হতে যাচ্ছে এই নির্মাণের মধ্য দিয়ে।
আরো পড়ুন: মাস্তি ৪: আসছে বলিউডের জনপ্রিয় কমেডি মুভির চতুর্থ সংস্করণ
১ দিন আগে