৭ সদস্যের কমিশন গঠন
বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে সাত সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) পিলখানায় বিজিবি সদর দপ্তরে এক অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, রবিবার রাতে প্রধান উপদেষ্টা কমিশন গঠনের অনুমোদন দিয়েছেন।
জাহাঙ্গীর আলম আশা প্রকাশ করেন, জাতির দীর্ঘদিনের দাবি এই কমিশন গঠন এই মর্মান্তিক ঘটনার স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।
আরও পড়ুন: ৫ কার্যদিবসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
কমিশনের উদ্দেশ্য হলো- ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারির ঘটনার পেছনের প্রকৃত কারণ উদঘাটন করা। ওই সময় পিলখানায় বাংলাদেশ রাইফেলস (বিডিআর, বর্তমানে বিজিবি) সদর দপ্তরে শুরু হওয়া বিদ্রোহের ফলে সামরিক সদস্য ও বেসামরিক নাগরিকসহ অনেক মানুষ নিহত হয়েছিল।
রোহিঙ্গা প্রত্যাবাসনের এক প্রশ্নে জাহাঙ্গীর আলম বলেন, 'এ বিষয়ে আমি সুনির্দিষ্ট করে কিছু জানাতে পারব না। আরও বিস্তৃত প্রতিক্রিয়ার জন্য, আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন।’
১ ঘণ্টা আগে