৫০ হাজার টাকায় বিক্রি
জেলের জালে বিশাল বোয়াল, ৫০ হাজার টাকায় বিক্রি
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার কুশাহাটা এলাকায় পদ্মা নদীতে জেলের জালে ১৭ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) কালাম সরদারের জালে মাছটি ধরা পড়ে। তার কাছ থেকে মাছটি কিনে নেন ফেরিঘাট এলাকার ব্যবসায়ী চান্দু মোল্লা
জেলে কালাম সরদার পাবনার ঢালার চর এলাকার বাসিন্দা।
জানা যায়, রবিবার রাতে কুশাহাটা এলাকায় পদ্মা নদীতে জাল ফেলেন কালাম সরদার। পরদিনে তার জালে বোয়াল মাছটি ধরা পড়ে। তিনি মাছটি বিক্রির জন্য স্থানীয় আড়তদার কেছমত মোল্লার ঘরে নিয়ে যান।
পরে মাছটি বিক্রির জন্য নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ২ হাজার ৮৫০ টাকা কেজি দর হিসেবে ৪৯ হাজার ৮০০ টাকায় কেনেন।
স্থানীয় মৎস্যজীবীরা জানান, সম্প্রতি পদ্মা নদীতে তেমন একটা মাছ পাওয়া যাচ্ছে না। স্থানীয়দের পাশাপাশি মানিকগঞ্জ, সিরাজগঞ্জ ও পাবনা অঞ্চলের জেলেরা প্রতিদিন মাছ শিকার করছেন। কিন্তু জালে মাছের দেখা তেমন না মেলায় অনেকে হাজারি বরশি দিয়েও মাছ শিকার করছেন।
আরও পড়ুন: পরমাণু প্রকল্প দুর্নীতি: শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
এছাড়া পদ্মা নদীর দৌলতদিয়া কুশাহাটায় জেলেরা জালের পাশাপাশি হাজারি বরশি দিয়ে মাছ শিকার করছেন বলে জানান স্থানীয় মৎস্যজীবীরা।
দৌলতদিয়া ফেরিঘাট এলাকার চাঁদনি-আরিফা মৎস্য ভান্ডারের স্বত্ত্বাধিকারী চান্দু মোল্লা বলেন, বোয়ালটি বিক্রির জন্য বিভিন্ন পরিচিত ব্যক্তিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করতে থাকি। ঢাকার পরিচিত এক বড় ব্যবসায়ীকে জানালে তিনি মুঠোফোনে ভিডিও কলে বোয়ালটি দেখার পর পছন্দ করেন।
তিনি বলেন, তিনি কেজি প্রতি ৫০ টাকা করে লাভে তার কাছে ২ হাজার ৯০০ টাকা কেজি দরে ৫০ হাজার ৭০০ টাকায় বিক্রি করেন। ইতোমধ্যে বোয়ালটি ঢাকার ওই ব্যক্তির কাছে পরিবহনের মাধ্যমে পাঠানো হয়েছে।
এছাড়া এই মৌসুমে এত বড় বোয়াল মাছ এর আগে পাওয়া যায়নি বা বিক্রিও হয়নি বলে জানান চান্দু মোল্লা।
১ দিন আগে