এমভি আল বাকেরা
চাঁদপুরে এমভি আল বাকেরার ঘটনায় শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন
চাঁদপুরের হরিণা ফেরিঘাটের কাছে সার বোঝাই এমভি আল বাকেরার জাহাজে ক্রুদের গলাকেটে হত্যা ও আহত হওয়ার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন ও শোক প্রকাশ করেছে শিল্প মন্ত্রণালয়।
সোমবার (২৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে চাঁদপুরের হরিণা ফেরিঘাটের কাছে সার বোঝাই এমভি আল বাকেরা জাহাজে একদল জলদস্যু ও ডাকাতের হামলায় নৃশংসভাবে নিহত ও আহত নাবিকদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে শিল্প মন্ত্রণালয়।
আরও পড়ুন: মেঘনায় জাহাজে নিহতের সংখ্যা বেড়ে ৭
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিও জানায় শিল্প মন্ত্রণালয়।
এতে বলা হয়, এমভি আল বাকেরা জাহাজের ক্রুদের হত্যার ঘটনায় শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক ও যুগ্ম সচিবকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটিকে হত্যাকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও দায় এবং ভবিষ্যতে এ ধরনের নৌ দুর্ঘটনা রোধে করণীয় নির্ধারণ করে সুস্পষ্ট সুপারিশসহ আগামী ৫ কার্যদিবসের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
৫ ঘণ্টা আগে