মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা
বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ড-নাশকতা মামলায় মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ড ও নাশকতার মামলার এজাহারভূক্ত আসামি জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) মহাদেবপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তার আব্দুল্লাহ আল মামুন মানিকগঞ্জ সদর উপজেলার তরাঘাট মিল্কভিটা এলাকার মো. আব্দুল মতিন মোল্লার ছেলে।
আরও পড়ুন: চাঁদপুরে জাহাজে হত্যাকাণ্ড: বাগেরহাট থেকে গ্রেপ্তার ১
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার আহ্বায়ক আইনজীবী মুরাদ হোসেন গত ২৫ সেপ্টেম্বর মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা করেন।
তিনি বলেন, মামলায় সাবেক স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৯১ জনের নাম উল্লেখসহ ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলায় এজাহারভূক্ত আসামী মামুন।
৩৪৪ দিন আগে